প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:৩৪ PM
রাজধানীর সাভারে টুটুল (৩৪) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে পিস্তল, গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার আমিনবাজার সালেহপুর ব্রিজের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা।
গ্রেপ্তার মো. টুটুল রাজধানী লাগুয়া কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা বলেন, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমিনবাজার সালেহপুর ব্রিজের ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে উল্টো পথে আসা অটোরিকশায় থাকা টুটুলের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আল আমিন (৩৮) ও মো. জুয়েল মিয়া (৪৫) নামের দুই সন্ত্রাসী পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তার টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে আমিনবাজার, কাউন্দিয়াহ বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।