প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৭:২৭ PM আপডেট: ০৮.০৭.২০২৫ ৭:৩৩ PM
গাজীপুর সদর উপজেলার পিরুজালীতে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লাইজুদ্দিন (৪৫) নামে এক নেতার বিরুদ্ধে। সে স্থানীয় আবু সাঈদ এর ছেলে।
ঘটনাটি স্থানীয় ভাবে আপোষ মিমাংসা করে দিবে বলে স্থানীয় বিএনপির চার নেতা দায়িত্ব নিয়েছেন বলে পরিবার সূত্রে জানান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মেয়েটি প্রাইভেট ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে অভিযুক্ত লাইজুদ্দিন এর বাড়ির সামনের রাস্তায় আসলে লাইজুদ্দিন মেয়েটিকে ফুসলিয়ে বসতঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির ডাক চিতকার শুনে পাশের বাসার লোকজন এগিয়ে এলে মেয়েটিকে ঘর থেকে বের করে দেয় লাইজুদ্দিন। এবং এ ঘটনা পরিবারের কাউকে না জানাতে শাসিয়ে দেয় লাইজুদ্দিন।
লাইজুদ্দিন এর অপকর্মে কথা মেয়েটি মাকে জানালে তা প্রকাশ পায়। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনার সূত্র ধরে মেয়েটিকে জিজ্ঞেস করলে মেয়েটি বিস্তারিত ঘটনা খুলে বলে। মেয়েটির ভাস্যমতে লাইজুদ্দিন ধর্ষণের উদ্দেশ্য করেই মেয়েটিকে ফুসলিয়ে বসতঘরে নিয়ে যায়।
আরও জানা যায়, লাইজুদ্দিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পিরুজালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই লাইজুদ্দিন।
এছাও ভুক্তভোগী পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ায় বিচার চাইতে থানায় মামলা করতেও ভয় পাচ্ছেন।