প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১১:৪৩ AM আপডেট: ১৭.০৭.২০২৫ ১১:৫০ AM
মেজর লিগ সকারে টানা ৫ ম্যাচ ধরে চলছিল লিওনেল মেসির জোড়া গোলের রেকর্ড। ষষ্ঠ ম্যাচে এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার ব্যর্থতার দিনে জিততে পারেনি ইন্টার মায়ামি। তাদের ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সিনসিনাটি।
টানা ৫ ম্যাচে জোড়া গোল করে চলতি মৌসুমে ১৬ গোল হয়ে গিয়েছিল মেসির। তার টানা নৈপুণ্যেই চারটি জয়ের সঙ্গে আসে একটি ড্র। ২০১২ সালের পর (তখন খেলতেন বার্সেলোনায়) এই প্রথম মেসি কোনও দলের হয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছেন।
এই ম্যাচে সিনসিনাটি এতই কৌশলী ছিল যে, মায়ামিকে লক্ষ্যে রাখতে দেয় মাত্র দুটি শট। পরাজয়ের পর ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেছেন, ‘এই ম্যাচে শুরু থেকেই আমরা ছিটকে পড়ি। ব্যক্তিগত দ্বৈরথগুলো জেতা আমাদের জন্য কষ্টকর ছিল। শেষ দিকে লিও আঘাত পেয়েছে কিন্তু শেষটা ঠিকমতোই হয়েছে।’
মার্কিন অনূর্ধ্ব-২০ বছর বয়সী মিডফিল্ডার জেরার্ডো ভ্যালেনজুয়েলা ১৬ মিনিটে গোলের সূচনা করেছিলেন। ৫০ মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভান্ডার। ৭০ মিনিটে জোড়া গোলও পেয়ে যান তিনি।
মায়ামির পরাজয়ের প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। ১১ জয়, ৪ হার ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পাঁচে নেমে গেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে পিছিয়ে পড়েছে ৮ পয়েন্টে। সিনসিনাটি এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান করছে।