প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১১:৪২ AM
মেয়ে সুহানাকে নিয়ে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ খান। এটা পুরনো খবর। তবে এই খবর যখন প্রকাশ্যে আসে, ভক্তদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। সেই রেশ থাকছে শুটিং প্রস্তুতির খবরেও। শাহরুখ ও সুহানাকে এই সিনেমায় বেশ কয়েকজন প্রতিপক্ষ অর্থাৎ শত্রুর সঙ্গে লড়াই করতে হবে। সেই প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে বাবা-মেয়ের।
এদিকে জানা গেছে যে, অভিষেক বচ্চনকে ভিলেনের চরিত্রে দেখা যাবে এই বাপ-বেটির বিপরীতে। তাছাড়া, এখানে আরও অনেকগুলো ভিলেন চরিত্র যুক্ত হবে। এরিমধ্যে চলছে দক্ষ অভিনেতা নির্বাচনের কাজ।
জানা গেছে, ‘কিং’ সিনেমায় শাহরুখ-সুহানা একের পর এক ভয়ঙ্কর শত্রুকে পরাজিত করবেন। শুটিং শুরু হবে চলতি বছরের নভেম্বরে। সিনেমাটি ভারত ও বাইরে শুটিং করা হবে। উল্লেখযোগ্য অংশগুলোর শুটিং হবে ইউরোপে।
এই সিনেমায় শাহরুখ একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করবেন, যেখানে সুহানা থাকবেন তার শিষ্যের ভূমিকায়। বলা দরকার, ‘কিং’ প্রযোজনা করছে মারফ্লিক্স এন্টারটেইনমেন্ট এবং রেড চিলিজ।
ধারণা করা হচ্ছে, এটি ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথম দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে। অন্তত সেই লক্ষ্যেই কাজ শুরু হবে। ‘কিং’ শেষ করার পর শাহরুখ খান ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটি অংশ, বহুল প্রতীক্ষিত ‘পাঠান ২’ অভিনয়ের জন্য প্রস্তুতি নেবেন। সূত্র: পিঙ্কভিলা