প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১২:২৩ AM

আইনের তোয়াক্কা না করেই দিনের পর দিন আবাসিক এলাকায় শব্দ দূষণ তৈরি করছে একটি চক্র। এ নিয়ে জেলা প্রশাসক থেকে শুরু করে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিলেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ার খোট্টারডাঙায় দিনের পর দিন এই শব্দ সন্ত্রাসের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শব্দ দূষণ বিধিমালা ২০০৬ এর ১১ বিধি অনুসারে আবাসিক এলাকার ৫০০ মিটারের মধ্যে ইট পাথর ভাঙার মেশিন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না এই পাথর ব্যবসায়ী চক্র। দিন রাত মেশিন দিয়ে পাথর ভাঙার ফলে পাথরের ডাইসের গুড়া বাতাসে উড়ে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বিষয় উল্লেখ করে গতকাল পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেছেন ওই এলাকার বাসিন্দারা।এতে উল্লেখ করা হয়েছে, শব্দ দূষণ আইনের তোয়াক্কা না করেই পাথর ভাঙার মেশিন ব্যবহারে অতিষ্ট হয়ে উঠেছেন ওই এলাকার লোকজন। বিশেষ করে হুমকির মুখে রয়েছে শিশুদের স্বাস্থ্য। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়ার। এমনকি পাশেই মসজিদ থাকায় মুসল্লিদের ইবাদতেও বিঘ্ন ঘটছে মেশিনের শব্দে। শব্দ দূষণ আইনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিজেদের স্বার্থে দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ার বাসিন্দা আবু বকর সিদ্দিক, জাহাঙ্গীর আলম, আল আমিন দিনের পর দিন এই অপকর্ম করে যাচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অব্দুল লতিফ বলেন, ২০০৬ আইনের ১৮ বিধি অনুসারে, শব্দ দূষণ দন্ডনীয় অপরাধ। শব্দ দূষণের কারণে জনস্বাস্থ হুমকির মুখে পড়তে পারে।