সোমবার ১ সেপ্টেম্বর ২০২৫ ১৭ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


রকমারি
জুলাই গ্রাফিতি মুছে দিলেন আওয়ামীপন্থী অধ্যক্ষ সেলিম
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:২৯ পিএম   (ভিজিট : ১৪৪)
জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে দিলেন আওয়ামীপন্থী হিসেবে পরিচিত অধ্যক্ষ এ কে এম সেলিম চৌধুরী। তিনি ক্ষমতার দাপটে ২০২১ সালে সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। 
এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে ঘটে যাওয়া ঐতিহাসিক জুলাই-আগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তির আগেই বিপ্লব স্মরণে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। 
নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের দেয়ালে আঁকা ‘জুলাই বিপ্লব’ স্মৃতিচিহ্ন গ্রাফিতি মুছে ফেলা হয়েছে কলেজ অধ্যক্ষের সরাসরি নির্দেশে—এমন অভিযোগ উঠেছে। গ্রাফিতি মুছে ফেলার ভিডিও এ প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে। 

এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। 
অনেকেই অভিযোগ করছেন, অধ্যক্ষ এ কে এম সেলিম চৌধুরীর আওয়ামী লীগে দোসর। তার নির্দেশেই শিক্ষার্থীদের নিজ খরচে আঁকা এসব শিল্পকর্ম মুছে ফেলা হয়েছে।

এ বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) লিখিত অভিযোগও পাঠানো হয়েছে।

তবে অধ্যক্ষ সেলিম চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এমন কোনো নির্দেশ দিইনি, এমনকি জানিও না।” পরে তাকে ছবি ও ভিডিও দেখানোর পর তিনি বলেন, “এটা আমাদের কলেজের দেয়ালের ভিডিও। তবে কে বা কারা মুছে ফেলেছে, তা খুঁজে বের করার চেষ্টা করবো।”

উল্লেখ্য, গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে দেয়ালে দেয়ালে 'জুলাই বিপ্লব' বিষয়ক গ্রাফিতি আঁকেন। এসব চিত্রে তৎকালীন সরকারের দমননীতি, আইনশৃঙ্খলা বাহিনীর গুলি বর্ষণ, ছাত্রলীগ-যুবলীগের নির্যাতনের নানা চিত্র তুলে ধরা হয়।

সেনবাগ কলেজেও এমনই একাধিক চিত্রকর্ম সবার নজর কেড়েছিল। কিন্তু সম্প্রতি অজ্ঞাত কারণে সবগুলো গ্রাফিতি মুছে ফেলা হয়, যা দেখে শিক্ষার্থী ও স্থানীয়রা হতবাক। তাঁরা দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে ‘জুলাই আন্দোলন’-এর সামনের সারির নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যেখানে অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় কর্মসূচি নিচ্ছে, সেখানে এমন গ্রাফিতি মুছে ফেলার ঘটনা দুঃখজনক ও অমার্জনীয়।

এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন সংবাদ প্রতিদিনকে বলেন, “জুলাই গ্রাফিতি যারা মুছে ফেলছে, তারা যেন জুলাইকেই মুছে ফেলতে চায়। অধ্যক্ষ যদি এতে জড়িত থাকেন, তাহলে তাকে দ্রুত বরখাস্ত ও আইনের আওতায় আনতে হবে।”

অভিযোগ রয়েছে, অধ্যক্ষ সেলিম চৌধুরী ২০২১ সালের ২ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে কলেজে যোগ দেন এবং সেই সময় থেকেই তিনি নানা অনিয়মে জড়িত। কলেজে নিয়মিত না আসা, কেনাকাটায় আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারীভাবে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “প্রিন্সিপাল স্যার আগের মতোই একক সিদ্ধান্তে সব কিছু চালাচ্ছেন। এখনো নিয়মিত কলেজে আসেন না। এতে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।”

তবে এসব অভিযোগ সেলিম চৌধুরী প্রত্যাখ্যান করে বলেন, “আমি নিয়মিত কলেজে আসি কিনা, তা যাচাই করে দেখা যেতে পারে। 

এদিকে স্থানীয় প্রশাসন ও শিক্ষা অধিদপ্তর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানা গেছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

খুলনা রূপসা সেতুতে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার
প্রবাসে এক টুকরো বাংলাদেশ : ফ্রাঙ্কফুর্টে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
চার দফা দাবিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অবস্থান কর্মসূচি পালন।
কালীগঞ্জে জামায়াত নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
কালীগঞ্জে নবাগত ইউএনও’র সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ায় ক্ষোভ
লালনের পাগল নিয়ে আলোচনায় তামান্না হক
খুলনা রূপসা সেতুতে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার
সালথায় বটগাছ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
বহুমাত্রিক মেধাবী তরুণের নাম ফারদিন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com