রবিবার ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
সোনারগাঁয়ে ছিনতাই হওয়া মোবাইল কেনার অভিযোগে যুবক গ্রেফতার, এএসআই শফিকুলের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৭:৫৩ পিএম   (ভিজিট : ১২৩)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোন কেনার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে, এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলামের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।তবে গ্রেফতারের পর তাকে ডাকাতি মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ২৫ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের সহকারী উপ-পরিদর্শক ( এ এসআই) শফিকুল ইসলামের বিরুদ্ধে। শনিবার  (২২ মার্চ) দুপুরে চৌরাস্তা থেকে  আটকের পর ছিনতাই হওয়া  মোবাইল কেনার অপরাধে ডাকাতি মামলা দিয়ে চালান করবে বলে আক্ষা দিয়ে  অটোরিকশা চালক  রুবেলকে আটক করে পুলিশ। সোনারগাঁ থানার পুলিশ জানায়, সম্প্রতি এলাকায় এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে তদন্তের মাধ্যমে জানা যায়, ছিনতাই হওয়া ফোনটি স্থানীয় এক যুবকের কাছে রয়েছে। সেই সূত্র ধরে ওই যুবককে আটক করা হয়। 

আটক যুবক দাবি করেন, ডাকাত সোহান কাছ থেকে  মোবাইলটি কিনেছিলেন এবং এটি ছিনতাই  বা ডাকাতি হওয়া বলে জানতেন না। তবে স্থানীয়দের দাবি, গ্রেফতারের পর এএসআই শফিকুল ইসলাম যুবকের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন। অভিযোগ রয়েছে, তিনি মুক্তির আশ্বাস দিয়ে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, গ্রেফতারের পর এসআই শফিকুল ইসলাম ওই যুবকের পরিবারের কাছে এক লক্ষ টাকা দাবি  করেন। ২৫ হাজার টাকা পরিশোধের পর তাকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান, গ্রেফতারের ঘটনাটি সত্য, তবে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে তারা এখনো অবগত নন। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। এলাকাবাসী পুলিশের স্বচ্ছ তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, পুলিশের কিছু অসাধু সদস্য ক্ষমতার অপব্যবহার করছেন, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। এই ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরও বিস্তারিত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে পুলিশের সহকারী  উপ-পরিদর্শক (এ এসআই) শফিকুল ইসলাম বলেন, মোবাইল উদ্ধার হয়েছে বিধায় ছেড়ে দিয়েছি" আমি টাকা নেব কেন টাকা নেইনা।"







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ
হাইব্রিড-নব্যরাই বিএনপির কাঁটা
বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য দিল নেদারল্যান্ডস
অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর: তারেক রহমান
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শেরপুরের তিন শিক্ষার্থী লড়ছেন ডাকসু নির্বাচনে
সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
শেরপুরে খাদ্যে ভেজাল দেওয়ায় মদিনা ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা
বাজেট সংকটে ভাঙছে আবাহনী, তারকা টানছে রূপগঞ্জ
কুমিল্লা বার্ডে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com