শিরোনাম: |
অভি মঈনুদ্দীন :গেলো ১ ডিসেম্বর ঢাকায় এসেছিলেন তারকা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। গতকাল রাতের ফ্লাইটে তারা আবারো নিজেদের গন্তব্য অর্থাৎ আমেরিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন। যাবার আগে অর্থাৎ ৮ ডিসেম্বর রাতে নন্দিত অভিনেত্রী তানভীন সুইটি ও তার স্বামী রিপন তাহসিনের আহবানে সাড়া দিয়ে রাজধানীর ধানমির একটি রেঁস্তোরায় টনি-প্রিয়ার জন্য আয়োজিত বিশেষ গেট-টুগেদারে একত্রিত হন বাংলাদেশের নাট্যাঙ্গনের অনেক অনেক জনপ্রিয় তারকারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন করভী মিজান, তানিয়া আহমেদ, শমী কায়সার, মাহফুজ আহমেদ, বিজরী বরকত উল্যাহ, তারিন জাহান, ঈশিতা, শাহেদ শরীফ খান, নাতাশা হায়াত, মীর সাব্বির, শাহেদ আলী সুজন, শাহরিয়ার নাজিম জয়, নাজনীন চুমকী, ফারজানা চুমকী, বন্যা মির্জা, দীপা খন্দকার, তনিমা হামিদ, নাদিয়া আহমেদ, রুনা খান, তাহমিনা সুলতানা মৌ, মৌসুমী নাগ, শোয়েব, তুষ্টি, ভাবনা, নাটক ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী, অনিমেষ আইচ’সহ আরো অনেকে। উদ্দেশ্য ছিলো করোনার পর সবাই একসঙ্গে সময় কাটানো এবং সময়টাকে স্মরনী-উপভোগ্য করে তোলা। আমন্ত্রিত তারকাদের উপস্থিতির সাথে সাথেই তাদের আড্ডা এবং আপ্যায়নে আহ্বান জানান সুইটি ও রিপন। মূলত এই দু’জনের ভীষণ আন্তরিকতায় টনি ডায়েস ও প্রিয়া ডায়েসের সঙ্গে সময় কাটাতে এসেছিলেন সবাই। অনেকেই শুটিং থেকে এসে অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাত ১২টা পেরিয়ে যাবার পরও। এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে ভীষণ উচ্ছসিত ছিলেন টনি-প্রিয়া। টনি ডায়েস বলেন, ‘সুইটি আমার দীর্ঘদিনের সহকর্মী। আমরা একসঙ্গে বহু নাটকে কাজ করেছি। সুইটি এবং রিপনের আয়োজনে আমাদের দু’জনকে ঘিরে এই অনুষ্ঠান সত্যিই আমাকে ভীষণভাবে আবেগাপ্লুত করে তুলেছিলো। সবাই আমাকে এতোটা ভালোবাসে, সম্মান করে তা সত্যিই নতুন করে উপলদ্ধি করলাম। আমি ভাবতেও পারিনি এতো এতো প্রিয় মুখের সঙ্গে দেখা হবে। অনকে ধন্যবাদ সুইটি-রিপনকে। ধন্যবাদ সবাইকে, কারণ সবাই যার যার ব্যস্ত সময়ের মধ্য থেকে সময় বের করে আমাদের দু’জনকে সময় দিয়ে এসেছিলো।’ তানভীন সুইটি বলেন, ‘আমরা শিল্পীরা যে একটি পরিবার, টনি প্রিয়াকে ঘিরে এই আয়োজন তাই প্রমান করে। মাত্র দু’একদিনের সিদ্ধান্তে এমন সফল একটি গেট-টুগেদার আমরা করতে পেরেছি-এটাই আমাদের আনন্দের, ভালোলাগার। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমি বিশ্বাস করি আগামী দিনগুলোও আমরা একই পরিবারের সদস্য’র মতো হয়েই কাটাবো।’ অভিনেত্রী শমী কায়সার বলেন, ‘এমন মনোমুগ্ধকর আয়োজনে উপস্থিত থাকতে পারার মধ্যেই আনন্দটা অন্যরকম।’ মাহফুজ আহমেদ বলেন, ‘অনেকদিন পর এমন একটি আড্ডায় অংশ নিয়ে সত্যিই ভীষণ ভালোলেগেছে। ধন্যবাদ সুইটি’কে।’
ছবি: আলিফ রিফাত