শিরোনাম: |
চিত্রমহল প্রতিবেদক :
লেটস সিনেমা- শ্লোগান নিয়ে নাটোরে অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’। এতে বেস্ট অব দ্য ফেস্ট পুরস্কার জিতে নিলো ইরানের ছবি ‘এল্ডার্স’।
২৬ থেকে ২৮ ডিসেম্বর বিশ্ব চলচ্চিত্রের তরুণ নির্মাতাদের নিয়ে এই উৎসবের ৫ম আসর বসে শহরের জেলা পরিষদ মিলনায়তনে। প্রতিযোগিতা বিভাগে জমা পড়া বিশ্বের ১০১টি দেশের তরুণদের নির্মিত ১৪৮০টি চলচ্চিত্র থেকে নির্বাচিত ৩১টি দেশের ৭১টি চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হয়।
২৬ ডিসেম্বর উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। ২৮ ডিসেম্বর সমাপনী আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও অন্যান্য পুরস্কারগুলো ঘোষণা করেন ও পুরস্কার তুলে দেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপরেস্কি) সদস্য সাদিয়া খালিদ ও চিত্রপরিচালক প্রসূন রহমান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব সমন্বয়ক আসমা আক্তার লিজা । সঞ্চালনা করেন উৎসব প্রযোজক ও সিনেমা বাংলাদেশ এর সভাপতি হেমন্ত সাদীক। গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ-এর এই আসরে ইরানের ছবি ‘এল্ডার্স’ সেরা হলেও বেস্ট ডিরেক্টর নির্বাচিত হয়েছেন চীনের নির্মাতা লি বো। বেস্ট অ্যানিমেশন পুরস্কার পেয়েছে জার্মানির তরুণ লিলিথ জর্গ নির্মিত ‘টেক হার্ট’। বেস্ট ডকুমেন্টারির পুরস্কার জিতেছে ভারতের ছবি ‘রোহিঙ্গা’। ন্যাশনাল ক্যাটাগরিতে হীরালাল সেন শ্রেষ্ঠ বাংলাদেশি চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে ফুয়াদুজ্জামান ফুয়াদ নির্মিত ‘হোম ইন সাউন্ড’। ‘একজন ঈশ্বরের গল্প’ চলচ্চিত্রের জন্য তারেক মাসুদ মেমোরিয়াল শ্রেষ্ঠ বাংলাদেশি পরিচালক নির্বাচিত হয়েছেন লায়েক আহমদ প্লাবন । শ্রেষ্ঠ বাংলাদেশি অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘ড্রিম অব ময়না’ চলচ্চিত্রের জন্য মোস্তাফিজুর নূর ইমরান। উৎসবের অংশ হিসেবে ৩০ জন তরুণ নির্মাতার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। এতে স্ক্রিপ্ট রাইটিং, আর্ট অব ডিরেকশন, প্রোডাকশন ডিজাইন এবং ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, আকরাম খান, প্রসূন রহমান, এন রাশেদ চৌধুরী এবং ফিপরেস্কি সদস্য সাদিয়া খালিদ।