শিরোনাম: |
চিত্রমহল প্রতিবেদক:২০২১ সালটা ছিলো এলিনা শাম্মী’র অভিনেত্রী হিসেবে দর্শকের ভালোবাসা প্রাপ্তির বছর। যেন এই বছরটাই অভিনেত্রী হিসেবে তার সাফল্যেরও বছর ছিলো। বছরের শুরুতে ওয়েব ফিল্ম ‘জানোয়ার’ দিয়ে অভিনয়ে রীতিমতো ব্যাপক সাড়া ফেলেন। আর বছরের শেষপ্রান্তে এসে শ্যাম বানেগালের পরিচালনায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিক’-এ অভিনয় করেও আলোচনায় আসেন তিনি। এরইমধ্যে বায়োপিক’র কাজ শেষ করেছেন তিনি। বায়োপিক’র পুরো ইউনিট তার অভিনয়ে খুশী। বছরের শেষ সময়টুকু এলিনা শাম্মী পরিবার নিয়ে সেন্টমার্টিনে একান্ত সময় কাটাচ্ছেন। সেখান থেকেই মুঠোফোনে জানালেন তার চলতি বছরের সাফল্য ও আগামীদিনের কাজ নিয়ে বিস্তারিত তথ্য। শাম্মী বলেন,‘ বছরের শুরুটা ছিলো জানোয়ার দিয়ে। এই ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য যে সাড়া পেয়েছি, তাতে দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ। তারপর আরো বেশকিছু কাজ এসেছে। বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করেছি। কিছু কাজ শেষ হয়েছে। কিছু কাজ বাকী আছে। নির্মাতারা আমাকে নিয়ে কাজ করছেন-এটাই আসলে আমার ভীষণ ভালোলাগা। আর প্রতি মুহুর্তে দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি সেটাই আসলে বড় পাওয়া। শুকরিয়া যে, আমি নিয়মিত কাজ করে যাচ্ছি। সত্যি বলতে কী একজন সত্যিকারের শিল্পী’তো কাজ করে তৃপ্ত হয় না, আজš§ই কাঙ্খিত কাজের অপেক্ষায় থাকেন। আমিও তাই। তবে যতোটুকু সুযোগ আসছে, আমি মনেকরি আমার মেধা, যোগ্যতার কারণেই আসছে। এটা আশীর্বাদ আমার জন্য।’ এলিনা শাম্মী জানান নতুন বছরটা শুরু হবে তার ৩ জানুয়ারিতে শিহাব শাহীনের পরিচালনায় নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করার মধ্যদিয়ে। ২১ জানুয়ারি মুক্তি পাবে তার অভিনীত ‘মুখোশ’ সিনেমাটি। এছাড়াও আগামী বছরের শুরুতে তিনি মুশফিকুর রহমান গুলজার পরিচালিত সরকারী অনুদানে সবচেয়ে বেশি অর্থপ্রাপ্ত সিনেমা ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমার কাজ করবেন তিনি। রকিবুল আলম রকিবের ‘ভাইয়ারে’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এই সিনেমায় কাজ করে তিনি ভীষণ মুগ্ধ। বিশেষকরে পরিচালকের আন্তরিক ব্যবহারে মুগ্ধ তিনি। অপূর্ব রানার ‘জল রং’, তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’ সিনেমাতেও কাজ করছেন তিনি। ‘মধ্যবিত্ত’ সিনেমায় ‘রানু’ চরিত্রে অর্থাৎ যাকে ঘিরে সিনেমার গল্প সেই চরিত্রে অভিনয় করছেন তিনি। মূলকথা, এলিনা শাম্মী’র অভিনয়ে মুগ্ধ হয়ে দর্শক যেমন তার কাজের অপেক্ষায় থাকেন এখন ঠিক তেমনি নির্মাতাদেরও তার প্রতি আস্থা বেড়েছে। যে কারণে শাম্মীও তার প্রতিটি কাজের ব্যাপারে আরো বেশি সিরিয়াস হয়ে উঠছেন।
ছবি: মোহসীন আহমেদ