বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


সানজিদের পরিচালনায়  ইমতু-তানহার জুটি
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০০ AM

চিত্রমহল প্রতিবেদক :
অভিনেতা ও প্রযোজক সানজিদ খান প্রিন্স। তিনি পরিচালনাও করেন। সম্প্রতি নির্মাণ করেছেন একটি বিজ্ঞাপন। উত্তরা’র ইন ডোর ও আউট ডোর লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে এর। বেঙ্গল ফ্রেশের ফ্রোজেন ফুড আইটেমের প্রচারে দেখা যাবে বিজ্ঞাপনিটি। এতে জুটি হয়ে অংশ নিয়েছেন মডেল ও অভিনেতা ইমতু রাতিশ এবং চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
প্রিন্স জানান, বর্তমানে বিজ্ঞাপনটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে। ডিওপি মিঠু মনিরের সুনিপুণ চিত্রধারণ এবং ইমতু-তানহার চমৎকার অভিনয় বিজ্ঞাপনটিকে বেশ উপভোগ্য করে তুলেছে। এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশা পরিচালকের। সানজিদ খান প্রিন্স বিজ্ঞাপনটি নিয়ে বলেন, ‘আমাদের ইউনিটের প্রত্যেক শিল্পী কলাকুশলী খুব সহযোগিতা করেছেন কাজটি ভালোভাবে শেষ করতে। সব মিলিয়ে বলা যায় মনের মতো একটি কাজ শেষ করতে পেরেছি।’ বিজ্ঞাপনটি নিয়ে ইমতু বলেন, ‘টিভিসিতে কাজ করাটা সবসময় আমি উপভোগ করি। এখানে সাধারণত বেশ যত্ন নিয়ে কাজ করা হয়। সানজিদ খান প্রিন্স ভাইও চমৎকার একটি টিম নিয়ে কাজ করেছেন। তানহা তাসনিয়াও বেশ হেল্পফুল একজন কো আর্টিস্ট। কাজটি করে এনজয় করেছি। আশা করছি দর্শক টিভিসিটি দেখে মুগ্ধ হবেন।’ নায়িকা তানহা বলেন, ‘ভালো কাজগুলো করার সময়ই আঁচ করা যায়। বিজ্ঞাপনটির পরিকল্পনা, বাজেট, নির্মাণশৈলী সবই দারুণ ছিলো। এটি প্রচারের অপেক্ষায় রয়েছি আমি।’







প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com