বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


নতুন বছর শুরু প্রথমবার ওয়েব সিরিজ দিয়ে
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:০০ AM

অভি মঈনুদ্দীন :
‘নদীর জলে শাপলা ভাসে’ একটি জীবন ঘনিষ্ঠ গল্পের সিনেমা। এ সিনেমাতেই একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন সদ্য মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া নায়িকা শিরীন শিলা। এ সিনেমা’কে ঘিরেই এখন তার যতো প্রত্যাশা। কারণ এরইমধ্যে সিনেমাটি যারা মুক্তির আগে দেখেছেন তারা প্রত্যেকেই শিরীন শিলার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। সিনেমা’তেই অভিনয় করেগেছেন একের পর এক। সিনেমার নায়িকা হিসেবে দর্শকপ্রিয়তা পাবার পর অনেক নাটকে অভিনয়েরও প্রস্তাব এসেছে তার। কিন্তু অভিনয় করেননি তিনি। আবার ওটিটি প্লাটফরমের যাত্রা শুরু হবার পর ওয়েব সিরিজেও কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু গল্প এবং পরিচালকের সাথে সবকিছু মিলিয়ে ব্যাটে বলে মিলেনি বিধায় সেখানেও তার যাত্রা শুরু হয়নি। তবে এবার গল্প ভালোলাগায় প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা শিরীন শিলা। মুক্তিযোদ্ধা-গুনী পরিচালক মনতাজুর রহমান আকবরের পরিচালনায় সাত পর্বের ওয়েব সিরিজ ‘জিম্মি’তে অভিনয় করতে যাচ্ছেন শিরীন শিলা। এরইমধ্যে ওয়েব সিরিজটিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ আগামীকাল থেকে সাভারে এই ওয়েব সিরিজের শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানালেন শিরীন শিলা। ‘জিম্মি’র গল্প রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অভিনয় করা প্রসনঙ্গে শিরীন শিরা বলেন, ‘২০২২, নতুন বছরের প্রথমদিনেই আমি নতুন একটি প্লাটফরমে নিজের যাত্রা শুরু করছি। বছরের প্রথমদিনেই একটি ভালোলাগার মতো কাজ করতে যাচ্ছি-এটা সত্যিই পরম আনন্দের। এর আগেও ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব পেয়েছিলাম। এবারই প্রথম গল্প ভালোলাগায় এবং সেই ভালোলাগার গল্পটি নির্মাণ করতে যাচ্ছেন শ্রদ্ধেয় মনতাজুর রহমান আকবর স্যার। যে কারণে কাজটি করতে আগ্রহী হয়ে উঠি। টানা সাতদিন এই ওয়েব সিরিজের কাজে ব্যস্ত থাকবো-ইনশাআল্লাহ। আবারো আমাকে অ্যাকশান লুকে জিম্মি’তে দেখা যাবে। তবে এবার একটু ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছি।’ শিরীন শিলা জানান, ‘জিম্মি’ ওয়েব সিরিজের পরপর তিনি রাশীদ পলাশের পরিচালনায় ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিং শুরু করবেন। এতে তিনি সুরভী চরিত্রে অভিনয় করবেন। শিরীন শিলার ভাষ্যমতে জানুয়ারি এবং ফেব্র“য়ারি তিনি শুটিং-এ ব্যস্ত থাকবেন। ২০২২টা ভালো কাটবে-এমনটাই প্রত্যাশা তার। মা’ রাজিয়া খাতুনের অনুপ্রেরণায় শুধু অভিনয়েই যে নিজেকে ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করছেন-এমনটি নয়। শিরীন শিলা এরইমধ্যে গেলো ১২ ডিসেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি কলেজ থেকে সমাজ কল্যান বিষয়ে মাস্টার্সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। এর আগে তিনি অনার্সেও প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন। মাস্টার্সে ভালো ফলাফল করলেও চাকরী করার আগ্রহ নেই তার। সিনেমার এই নায়িকা অভিনয়ের দুনিয়ায় পথচলার স্বীকৃতি-স্বরূপ ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক একাডেমি সম্মাননা’, ‘ঢাকা ললিতকলা একাডেমি সম্মাননা’, ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’সহ আরো বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। তবে এবার স্বপ্নটা তার রাষ্ট্রীয় সম্মাননা পাবার। সেই পথেই হেঁটে চলেছেন তিনি, তাই অভিনয়ে একাগ্রতা আরো বাড়িয়ে দিয়েছেন তিনি।
    ছবি: আলিফ রিফাত








প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com