বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


নতুন বছরে শুরু হচ্ছে তাদের ‘কানাগলি’
প্রকাশ: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ১২:০০ AM

চিত্রমহল প্রতিবেদক :
আগামী বছরের শুরুতেই শুরু হচ্ছে নতুন ঘরানার সিনেমা ‘কানাগলি’। এটি নির্মাণ করবেন জাহিদ হোসেন। ‘পলাশ সিনে প্রোডাকসন’র ব্যানারে নির্মীয়মান এই সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড’র মেম্বার ইন চার্জ অ্যাডমিনিস্ট্রেসন মাহমুদুল হক পলাশ। সিনেমাতে দু’টি প্রধান গান লিখবেন উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তারসঙ্গে এরইমধ্যে গান নিয়ে চূড়ান্ত কথা হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘কানাগলি সিনেমার গল্প সম্পর্কে কিছুটা হলেও আমি অবগত হয়েছি এরইমধ্যে। গল্পটা আমার কাছে ভালোলেগেছে। আমি সময় মতোই আমার কাছে চাওয়া দু’টি গান জাহিদ কে দিয়ে দিবো আশা রাখছি। আমার বিশ্বাস কানাগলি হবে দর্শকের মনেরমতো একটি সিনেমা।’ এই সিনেমাতে গল্পের প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ওমর সানী। ওমর সানী বলেন, ‘কিচুদিন আগেই জাহিদ ভাইয়ের সোনার চর সিনেমায় অভিনয় করেছি। আর এবার অভিনয় করতে যাচ্ছি কানাগলি’ সিনেমায়। এটাও আমার জন্য নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমি খুউব আশাবাদী এবারের সিনেমাটি নিয়েও।’ ‘কানাগলি’র কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন জাহিদ হোসেন নিজেই। ২০২০-২০২১ সালের করোনাকালীন সময়ের প্রেক্ষাপটে দেশ ও সমাজের চিত্র তুলে ধরা হবে কানাগলিতে। এখানে পুরাতন ঢাকার মানুষের সমাজ কৃষ্টি সংস্কৃতি ও সংস্কার তুলে ধরা হবে। থাকবে প্রেম ভালোবাসা জীবনের গভীর সব মানবিক সম্পর্ক বিচ্ছেদ। মূলত, করোনার কারণে বিশ্বব্যাপী মানুষের জীবনে যে বিরূপ প্রভাব পড়ে তার এক বিচিত্র নেতিবাচক ও ইতিবাচক চলচ্চিত্রই হচ্ছে কানাগলি। সিনেমাটি ঢাকাইয়া বাসির প্রচলিত কিছু গানও থাকবে বলে জানান জাহিদ হোসেন। জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী মৌসুমী।
    ছবি: আলিফ রিফাত







প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com