বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


‘কমলাপুরের বিজলী’ তিনি
প্রকাশ: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ১২:০০ AM

চিত্রমহল প্রতিবেদক :
শারমীন জোহা শশী, দর্শকের প্রিয় একজন অভিনেত্রী। মূলত ভার্সেটাইল অভিনেত্রী হিসেবেই নিজেকে গড়ে তুলেছেন। যে কারণে তার দীর্ঘদিনের অভিনয়ের পথচলায় তাকে বহুমাত্রিক চরিত্রে অভিনয়ে দেখা গেছে এবং সেসব চরিত্রে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে শশী সবসময়ই বিবেচনা করেন কোহিনূর আক্তার সূচন্দার নির্দেশনায় ‘হাজার বছর ধরে’ সিনেমায় কাজ করার বিষয়টি। যে কারণে সূচন্দা’র প্রতি তিনি সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করেন। শারমীন জোহা শশী যদিও বর্তমানে লকডাউনে গৃহবন্দী আছেন। কিন্তু তার আগে তিনি বেশ কয়েকটি ভালো নাটকের কাজ শেষ করেছেন। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কমলাপুরের বিজলী’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। নাটকটি রচনা করেছেন বরজাহান হোসেন এবং পরিচালনা করেছেন তুষার খান। এরইমধ্যে নারায়ণগঞ্জের একটি গ্রামে ধারাবাহিকটির ১৩ পর্বের দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। এই ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে শশী বলেন, ‘রাজধানীর কমলাপুর এলাকায় চুরি, ছিনতাই এসব কাজে যারা সম্পৃক্ত তাদের একজন লিডার থাকে। তো গল্পে দেখা যাবে একসময় আমি বিজলী গ্রাম থেকে এসে সেই লিডার হয়ে যাই। গল্পটা আমার কাছে ভীষণ ভালোলেগেছে বিধায় কাজটিও করেছি ভীষণ আন্তরিকতা নিয়ে। তাছাড়া আমার সঙ্গে এই ধারাবাহিকে যারা সহশিল্পী ছিলেন তারা প্রত্যেকেই ছিলেন ভীষণ সহযোগী।’ শমী জানান, এরইমধ্যে তিনি বাংলাদেশ টেলিভিশনের জন্য জাহিদ বাবুলের রচনায় ও জুয়েল শরীফের পরিচালনায় আট পর্বের ধারাবাহিক ‘চৈতন্য’র কাজ শেষ করেছেন। আগামী কিছুদিনের মধ্যে মাহবুব মোর্শেদের রচনায় ও ওয়াহিদ তারেকের পরিচালনায় ‘মিস্টার কে’ নাটকে কাজ করার কথা রয়েছে শশীর। শারমীন জোহা শশী’র অভিনয় জীবনের আরেক বড় প্রাপ্তি হলো বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী বীরজায়া মিলি রহমানের চরিত্রে অভিনয় করা। খিঁজির হায়াত খানের নির্দেশনায় তিনি ‘অস্তিত্বে আমার দেশ’ সিনেমায় অভিনয় করেছিলেন। এতে তার বিপরীতে পরিচালক নিজেই অভিনয় করেছিলেন। এরপর অপূর্ব’র সঙ্গে মোরশেদুল ইসলামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন। কিন্তু সেটি শেষ পর্যন্ত আর নির্মিত হয়নি। আবার শফিকুল ইসলাম ভৈরবীর নির্দেশনায় ‘শোয়াচাঁন পাখি’ সিনেমাতেও তিনি কাজ করেছিলেন। তবে পরিচালকের মৃত্যুর কারণে এই সিনেমাটিও শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি। শশী অভিনয় করছেন বাংলাভিশনে প্রচার চলতি ধারাবাহিক ‘প্রবাসী গ্রাম’এ। এছাড়াও শশী এরইমধ্যে শেষ করেছেন নাদিয়া আফরিনের পরিচালনায় সমাজসেবা অধিদপ্তরের বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোয়ন্নয়ন প্রকল্প নিয়ে নির্মিত ডকুফিকশনে। এতে তিনি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন।
    ছবি: আলিফ হোসেন রিফাত











প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com