প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম (ভিজিট : ১৪)
জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। তাই স্বাভাবিকভাবেই শুরুটা হওয়া চাই দুর্দান্ত। কিন্তু ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামে কাঁপছে বাংলাদেশ। দলীয় ৫ রানে ৩ উইকেট হারিয়েছে।
যেন বিশালের রানের চাপে চিড়েচ্যাপ্টা বাংলাদেশ। ড্রেসিংরুমে ফেরার তাড়াটা শুরু করেছেন তানজিদ হাসান তামিম। বাঁহাতি স্পিনার ম্যাথিউ হামফ্রিইসের বলে হ্যারি টেক্টরকে ক্যাচ দেন তিনি। ব্যক্তিগত ২ রানে তার বিদায় শেষ হতে না হতেই বাংলাদেশি ওপেনারের সঙ্গী হলেন লিটন দাস।
দলকে পথ দেখানোর বিপরীতে ব্যক্তিগত ১ রানে ফিরলেন অধিনায়ক লিটন। তাকে আউট করেছেন মার্ক অ্যাডায়ার। নিজের দ্বিতীয় ওভারে আয়ারল্যান্ডের পেসার ফেরালেন বাংলাদেশের আরেক ওপেনারকে। বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন ফিরলেন ১ রানে।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার শেষে ৩ উইকেটে ৮ রান। ব্যাটিংয়ে আছেন তাওহিদ হৃদয় (১) ও সাইফ হাসান (১)।