মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ ১১ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
নকল স্টাম্পে জাল দলিল: বাউফলে যুবকের কারাদণ্ড, স্টুডিও–হোটেলে জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম   (ভিজিট : ২৯)
পটুয়াখালীর বাউফলে নকল স্টাম্প ব্যবহার করে জাল দলিল তৈরির অভিযোগে মো. তরিকুল ইসলাম (২৫) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম নওমালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলতাফ মাতবরের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বিরুদ্ধে নকল স্টাম্প ব্যবহার ও জাল দলিল তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা নং ৮২/২৫–এর প্রেক্ষিতে দণ্ডবিধি ১৮৬০ এর ১১৮ ধারা লঙ্ঘনের দায়ে এ শাস্তি দেওয়া হয়।

অভিযান চলাকালে তরিকুলের কর্মস্থল ও সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও তল্লাশি চালায় প্রশাসন। তরিকুলের কথিত নিয়োগদাতা ধুলিয়া ইউনিয়নের হাসান (পিতা মুজিবুল হক) দাবি করেন, “তরিকুল আমার দোকানে ৩–৪ মাস ধরে কাজ করে। জাল স্ট্যাম্প বা দলিলের ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তাকে কোনো বেতন দিই না; বরং নিজের আয় থেকে কিছু দেয়। যদি সে অপরাধ করে থাকে, তার শাস্তি হয়েছে—এ নিয়ে আমার কিছু বলার নেই।”

এসময় পাশের দোকানদার নুরু হোসেনের ছেলে হাসান জানান, “এসিল্যান্ড স্যার আমার দোকানও তল্লাশি করেছেন, তবে কোনো অনিয়ম পাননি। পরে পাশের দোকান থেকে তরিকুলকে আটক করেন এবং ‘হাসান ডিজিটাল’ থেকে মালামাল জব্দ করেন।”

অভিযানে ‘হাসান ডিজিটাল অ্যান্ড স্টুডিও’ বন্ধ অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে কম্পিউটার, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। স্টুডিওটির মালিক হাসান (পিতা দলিল উদ্দিন বেপারী) মদনপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
একই অভিযানে সাব–রেজিস্ট্রি অফিস সংলগ্ন মীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবারের নিম্নমান, অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারে ঢাকনা ব্যবহার না করার অভিযোগে হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, ভূমি–সংক্রান্ত প্রতারণা, নকল স্টাম্প ও জাল দলিল প্রস্তুতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কঠোর পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলেও জানান তারা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বিতর্কিত মন্তব্যে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ
বাংলাদেশের মানুষকে ভালো খেলা উপহার দেবো: আফঈদা খন্দকার
ধোবাউড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট, পথে আরও ৩টি
পুঁজিবাজারে বিনিয়োগে হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফেইসবুকে ভিডিও বার্তায় আল্লাহ ও ইসলাম ধর্মকে অবমাননা করায় সালথায় -১ ব্যক্তি গ্রেফতার
শেরপুরের ঝিনাইগাতীতে খুচরা সার ডিলারদের স্মারকলিপি: সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশটা আনন্দদায়ক হতে হবে, প্রাথমিক ও গণ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার
বিভক্তির কারণেই সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে পড়েন: ফখরুল
বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র আর নেই
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com