বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
‘মোবাইল হ্যান্ডসেটের দাম যাতে না বাড়ে সে বিষয়ে সতর্ক বিটিআরসি’
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১৫)
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) পদ্ধতি চালুর পর মোবাইল হ্যান্ডসেটের দাম যাতে না বাড়ে, সে বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার মাহমুদ হোসেন। 

তিনি বলেছেন, ‘আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে হ্যান্ডসেট নিবন্ধন বা এনইআইআর সিস্টেম সিস্টেম চালু হবে। তবে বাজারে কোন স্মার্টফোনের বাজারদর কত, তা দেখে রাখা হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ হ্যান্ডসেটের দাম বাড়াতে না পারে।’
 
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে এনইআইআর’র গুরুত্ব’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন তিনি।

টিআরএনবি সভপতি সমীর কুমার দে’র সঞ্চালনায় সেমিনারে বক্তৃতা করেন বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব রইছ উদ্দিন খান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পরিচালক মো. জাহিদুল ইসলাম, এমআইওবি সভাপতি জাকারিয়া শাহীদ, মোবাইল ফোন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল্লাহ আল হারুন রাজু, কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সিনেসিস আইটি’র সিএসও আমিনুল বারী সৌরভ, নগদ-এর ভিপি মোহাম্মদ জাহিদুল ইসলাম, টিআরএনবি’র সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন ও সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার মাহমুদ হোসেন বলেন, ‘মোবাইল হ্যন্ডসেটের মানের ওপর নেটওয়ার্কের মান নির্ভর করে। তাই ২০১৮ সাল থেকে এনইআইআর পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা চলছে। নাগরিকের নিরাপত্তার স্বার্থে এটা বাস্তবায়নে বাজারে স্টকে থাকা হ্যান্ডসেট লিগ্যাল চ্যানেলে নিয়ে আসার প্রক্রিয়া নিয়ে ডিসেম্বরে সমাধান আসবে।

আগামী ১৬ ডিসেম্বরের আগে কোন সেট বন্ধ হবে না।’
তিনি বলেন, ‘এনইআইআর পদ্ধতি চালু হলে স্মার্টফোনের দাম বেড়ে যাবে, এধরনের প্রচারণা রয়েছে। তবে এ বিষয়ে সতর্ক রয়েছে বিটিআরসি। এনইআইআর বাস্তবায়নের পর মোবাইল ফোনের দাম না বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবে পরিণত করতে হবে।

বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক বলেন, ‘দেশের বাজারে একটি মডেলের মোবাইল হ্যান্ডসেটেরই সর্বোচ্চ ১০ লাখ ক্লোন ছড়িয়ে পড়েছে। এসব হ্যান্ডসেট দিয়ে একটি চক্র নানা অপরাধ চালিয়ে যাচ্ছে। ক্রেতারাও না বুঝে নকল হ্যান্ডসেট কিনে ওয়ারেন্টি সেবা পাচ্ছেন না। এমন অজস্র অভিযোগ আমলে নিয়েই বিজয় দিবসে এনইআইার সেবা শুরু হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে বর্তমানে অবাধে মোবাইল ফোন ক্লোন করা হচ্ছে। বিটিআরসির ডাটাবেজে মাত্র ৫টি আইএমইআই নম্বরের বিপরীতে বাজারে পাওয়া গেছে প্রায় ৫০ লাখ হ্যান্ডসেট। ব্যবসায়ীদের কাছে থাকা অবৈধ হ্যান্ডসেটগুলো যাচাই-বাছাই করে ক্লোন ও রিফারবিশ ফোন বাদে বাকি সেটগুলো সরকার চাইলে রাজস্ব প্রাপ্তির মাধ্যমে বৈধ করে নেওয়ার সুযোগ থাকবে। এই সেবা চালু হলে ভুক্তভোগী গ্রাহক চুরি বা হারিয়ে যাওয়া হ্যান্ডসেট ঘরে বসেই বন্ধ করতে পারবেন।’

পুলিশ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘দেশে চুরি বা ছিনতাই হওয়া সেটগুলো আখাউড়া, বেনাপোল ও দর্শনা হয়ে ভারতে এবং ভারতের চুরি হওয়া ফোন বাংলাদেশে আসে। এছাড়াও পুরোনো ফোনের যন্ত্রাংশ ব্যবহার করে সেকেন্ডহ্যান্ড বাজার বেড়েছে। এতে করে হারানো সেট উদ্ধার কঠিন হয়ে পড়ে।’

এমআইওবি সভাপতি জাকারিয়া শাহীদ বলেন, ‘এনইআইআর আমাদের প্রজেক্ট নয়। এটি ন্যাশনাল ইস্যু। ইল-মোটিভ ছাড়া কেউ এর বিরুদ্ধে যেতে পারে না। মোবাইল ফোনের পেনিট্রেশন বাড়াতে ‘ট্যাক্স সহনশীল করা দরকার। আমরা প্রক্রিয়ার বাইরে ব্যবসা করি না, আইন মেনে ব্যবসা করতে চাই।’

আব্দুল্লাহ আল হারুন রাজু বলেন, ‘গ্রে ব্যবসায় মাত্র ৫০০-১০০ জন জড়িত। ২০ হাজারের মধ্যে ১৮ হাজারই চ্যানেল প্রোডাক্ট বিক্রি করে। গ্রে যারা করেন তারাও একসময় চ্যানেল ফোন বিক্রি করতো। সীমান্ত থেকে অবাধে দেশে ঢোকা মোবাই ফোনের বাজারের প্রভাবই বেশি। তাই এনইআইার চালু হওয়া দরকার।’
 
জহিরুল ইসলাম বলেন, ‘বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে এনইআইআর চালু করা বিলাসিতা নয় অপরিহার্য। এতে মোবাইল ব্যবসায় সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। দেশে আড়াইশোর মতো দেশী-বিদেশী ব্র্যান্ডের মোবাইল ফোন রয়েছে। মোবাইল আমদানির লাইসেন্স পাওয়া সহজ। এক মাসের মধ্যে মোবাইল ইমপোর্ট করতে পারেন।’ 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ত্রিশালে মৃত্যুর আট বছর পর কবর থেকে নারীর মরদেহ উত্তোলন
কালীগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রেকর্ড রানের চাপে শুরুতেই চিড়েচ্যাপ্টা বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, গভীর সাগরে যেতে মানা
‘মোবাইল হ্যান্ডসেটের দাম যাতে না বাড়ে সে বিষয়ে সতর্ক বিটিআরসি’
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

লন্ডন ও রোমে ইউএস-বাংলার ফ্লাইট চালুর প্রস্তুতি
শেরপুরে যুব উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে এসডিএফ’র কর্মশালা অনুষ্ঠিত
নকল স্টাম্পে জাল দলিল: বাউফলে যুবকের কারাদণ্ড, স্টুডিও–হোটেলে জরিমানা
কালীগঞ্জে পাটজাত মোড়ক না ব্যবহারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ভালুকায় প্রাণিসম্পদ অগ্রগতি সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com