প্রথম টি-টোয়েন্টিতে সংক্ষিপ্ত স্কোর আয়ারল্যান্ড: ৯ ওভারে ৭৩/২ (হ্যারি ১৯*, টাকার ০*; স্টার্লিং ২১, টিম ৩২)
৪০ রানে প্রথম উইকেট পতনের পর ঝড়ো গতিতে রান তুলছিলেন টেক্টর ভাইদ্বয়। তাদের মধ্যে টিম টেক্টরই ছিলেন বেশি আগ্রাসী। ১৯ বলে ৬টি চার মেরে ৩২ রান তুলেছেন তিনি। দলের ৭১ রানে তাকে বাউন্ডারি লাইনে তালুবন্দি করিয়েছেন রিশাদ হোসেন। দ্বিতীয় উইকেটে টেক্টর ভাইরা যোগ করেছেন ২৪ বলে ৩১ রান।
পাওয়ার প্লেতে আয়ারল্যান্ডের ৪৮
পঞ্চম ওভারে ৪০ রানে পড়ে আইরিশদের প্রথম উইকেট। তার পর অবশ্য ৬ ওভারে পাওয়ার প্লেতে এক উইকেটে ৪৮ রান যোগ করেছে সফরকারীরা।
বোলিংয়ে এসেই স্টার্লিংকে ফেরালেন তানজিম
টস ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না আয়ারল্যান্ডের। মেরে খেলছিলেন অধিনায়ক পল স্টার্লিং ও টিম টেক্টর। ৪.২ ওভারে স্কোর হয়ে যায় ৪০ রান। এই ওভারে বোলিংয়ে এসেই স্টার্লিংকে ২১ রানে সাইফের ক্যাচ বানিয়েছেন তানজিম হাসান। আইরিশ ব্যাটারের ১৮ বলের ইনিংসে ছিল ৪টি চার।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে ২–০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর টি–টোয়েন্টিতেও ফেভারিট হিসেবে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিং নিয়েছেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরুতে ব্যাট করবে আয়ারল্যান্ড।
ঘরের মাঠে সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে বাংলাদেশের। তবে এই ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ বেশ এগিয়ে। দুই দল এখন পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে, পাঁচটি জিতেছে বাংলাদেশ, দুটি আয়ারল্যান্ড এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দুই বছর আগে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত শেষ টি–টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছিল। সেটাতে বাংলাদেশ জেতে ২–১ ব্যবধানে।
একাদশে কারা
শামীম হোসেনকে বাদ দিয়ে মাহিদুল ইসলামকে দলে নেওয়া হলেও একাদশে জায়গা হয়নি তার। বাংলাদেশ ৫ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে। তানজিম হাসান ৭ নম্বরে ব্যাট করবেন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী, তানজিম হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিজ ও জশ লিটল।