মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ ১২ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


রকমারি
ওয়ালটন ক্যাবলসের নতুন বিজ্ঞাপনে সিয়াম আহমেদ
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ২৬)

ক্যাবলসকে বলা চলে একটি অত্যাধুনিক ভবনের ব্যাকবোন। ভবন নির্মাণে নিরাপদ ও গুণগতমানের ক্যাবলস ব্যবহার না করলে আমাদের আবাসস্থল হয় অনিরাপদ এবং জীবনও হবে ঝুঁকিপূর্ণ। কোয়ালিটি এবং সেইফটি- দুই দিকেই ওয়ালটন ক্যাবলস এখন বাজারের সেরা। তাই ভবিষ্যতে রাজধানী ঢাকাসহ দেশের সব শহর-নগরের স্থাপনা সজ্জিত হবে ওয়ালটন ক্যাবলসে। এমনই এক অসাধারণ গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে টেক জায়ান্ট ওয়ালটন ক্যাবলসের বিজ্ঞাপন।
জানা গেছে, ঢাকার নাইন এন’ হাফ স্টুডিওতে শুটিং হয়েছে ওই বিজ্ঞাপনের। এতে অভিনয় করেছেন ওয়ালটন ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। স্থপতি হিসেবে সিয়ামের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আসাদুজ্জামান আসাদ। মূলত এই দুজনের কথোপকথনেই এগিয়ে যায় বিজ্ঞাপনটি। ওয়ালটনের নিজস্ব প্রোডাকশন টিম সম্পূর্ণ নিজেদের ব্যবস্থাপনায় বিজ্ঞাপনটি নির্মাণ করেছে।

ওয়ালটন ক্যাবলস প্রোডাক্টটি ওয়ালটনের প্রোডাকশন লাইনে সর্বশেষ সংযোজন। সর্বশেষ এই প্রোডাক্ট সম্পর্কে মানুষের মধ্যে সচেনতনতা তৈরিই এই কার্যক্রমের উদ্দেশ্য। গল্পোচ্ছলে তুলে ধরা হয়েছে ওয়ালটন ক্যাবলসের নানান বৈশিষ্ট্য। ওয়ালটন ক্যাবলসের টার্গেট অডিয়েন্স বিবেচনায় রেখে গল্পটি লিখেছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম।

উল্লেখ্য, ওই বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে চলতি বছরের ৪ সেপ্টেম্বর। বিজ্ঞাপনটি ইতোমধ্যেই ওয়ালটনের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও দেশের বিভিন্ন টিভি চ্যানেলসহ সব ধরনের অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে। ৩০ সেকেন্ড দৈর্ঘের বিজ্ঞাপনটির পরিচালনায় ছিলেন চিত্রপরিচালক আশিক আলম। চিত্রগ্রহণে ছিলেন সিনেমাটোগ্রাফার তাহসিন রহমান। বিজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে গতকাল (২৬ অক্টোবর) সব ধরনের প্লাটফর্মে রিলিজ হওয়ার পর দর্শক শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপনটি নির্মাণ প্রসঙ্গে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, আমাদের পৃথিবীকে নিরাপদ আবাসস্থল হিসেবে গড়তে নিরাপদ বিদ্যুৎ সংযোগ গুরুত্বপূর্ণ। তাই ‘নিরাপদ আগামীর সংযোগ’- স্লোগানে দারুণ গল্প নিয়ে সাজানো হয়েছে ওয়ালটন ক্যাবলসের বিজ্ঞাপন। যে গল্পে ওয়া লটন ক্যাবলস সংযোগের মাধ্যমে আমরা একেকটি উন্নত, নিরাপদ ও ঝুঁকিহীন শহরের স্বপ্ন দেখি। গল্পের ধারাবাহিকতায় ওয়ালটনের ক্যাবলস প্রোডাক্টটি গুরুত্বসহ উঠে এসেছে। বিজ্ঞাপনটি দর্শকমহলে সাড়া ফেলেছে জেনে আমাদের ভালো লাগছে। এই ক্রিয়েটিভ কার্যক্রম নিশ্চয়ই দর্শকদের মনের খোরাক যোগাবে।

সিয়াম আহমেদ বলেন, “দেশীয় কারখানায় নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত ওয়ালটন পণ্য নিয়ে এটি আমার একটি প্রিয় কাজ। পণ্যের ব্র্যান্ডিংয়ের সঙ্গে সবসময় আমাদের টার্গেট থাকে দেশকে তুলে ধরা। ওয়ালটন কে তুলে ধরতে গিয়ে মূলত দেশকেই তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকদের মুগ্ধ করতে আমরা সবসময় সচেষ্ট থাকি। আশা করি ক্রেতা-দর্শকদের ভালো লাগবে এই বিজ্ঞাপনটি। দেশের নাম্বার ওয়ান ব্র্র্যান্ড ওয়ালটনের সঙ্গে কাজ করতে পেরে আমার ভালো লাগছে।”
ক্যাবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ জানান, ওয়ালটন ক্যাবলস এখন হাউজহোল্ড, ইন্ডাস্ট্রিয়াল এবং কমিউনিকেশন ক্যাবলস ম্যানুফ্যাকচারিং এর পাশাপাশি টেইলরমেইড ক্যাবলসসহ সকল ধরনের ক্যাবলস সফলভাবে উৎপাদন করছে। বাজারে আমরা ওয়ালটন ইলেক্ট্রিক সল্যুশন প্লাজা, ওয়ালটন প্লাজা, এবং ডিলার–ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে ক্যাবলসের বিপণন কার্যক্রম পরিচালনা করছি। ওয়ালটন ক্যাবলস ৯৯.৯৯% এলএমই (LME) সার্টিফাইড বিশুদ্ধ কপার থেকে তৈরি হওয়ায় এর বৈদ্যুতিক প্রবাহ অন্যান্য সকল ক্যাবলস থেকে উন্নত। ওয়ালটন ক্যাবলস এর নিজস্ব তৈরিকৃত ভার্জিন ও এফআর গ্রেড পিভিসি শতভাগ অগ্নি নিরোধক ও উচ্চ তাপমাত্রা সহনশীল বৈশিষ্ট্যসম্পন্ন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

৪০ তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে
ওয়ালটন ক্যাবলসের নতুন বিজ্ঞাপনে সিয়াম আহমেদ
সালমান শাহ হত্যা মামলায় সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহার করার সুযোগ দেবে পাকিস্তান
পরপর দুই উইকেট নিলেন তাসকিন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তরুণ সমাজ রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই: সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ
মিছিলে ডামি রাইফেল প্রদর্শনের অভিযোগে তুরাগে এক জন গ্রেপ্তার
মুশফিকের শততম টেস্টকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা বিসিবির
এই অর্জন পুরো বাংলাদেশের: প্যারিসে সংবর্ধনায় রাষ্ট্রদূত তালহা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com