প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম (ভিজিট : ৫০)
ধরলা ব্রিজের পূর্ব পাড়ে ভোরের নীরবতা ভেদ করে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এই ব্রিজ দিয়েই শহরের দিকে প্রবেশ করবে মাদক। ভোর সাতটা পঁইতাল্লিশ মিনিটে টিমের নজরে পড়ে মোঃ আশরাফুল আলম বয়স ৪৫, নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা মাস্টারপাড়া এলাকার নুর জামান আলীর ছেলে, সঙ্গে কালো ট্রাংক। মুহূর্তের মধ্যেই তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
জনসম্মুখে ট্রাংক খুলে দেখা যায় ৮৯ বোতল স্ক্যাফ সিরাপ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মোঃ নুরন্নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের টিম ভোর থেকেই ব্রিজে অবস্থান নিয়েছিল। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আশরাফুল আলমকে মাদকসহ আটক করতে সক্ষম হয়।
স্থানীয় পান ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, সকালবেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম একজনকে আটক করেছে। তিনি জানান, এই ধরনের অভিযান শহরে মাদক নিয়ন্ত্রণে সহায়ক হবে। ধরলা পাড়ে শারীরিক ব্যায়াম করতে আসা আকসাদুল মুমিন বলেন, ভোরে তিনি ঘটনাস্থল দেখেছেন এবং মাদকদ্রব্যসহ একজনকে আটক করতে দেখেছেন। তিনি বলেন, এই ধরনের অভিযান যুব সমাজকে সচেতন করতে সাহায্য করবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাদের অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, সবাই মিলে মাদককে না বলুন এবং তথ্য দিয়ে সহযোগিতা করুন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আশরাফুল আলমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় প্রেরণ করা হয়েছে।
ভোরের এই অভিযান শুধু একজন মাদক ব্যবসায়ী আটক করাই নয়, বরং একটি বার্তা দেয়—মাদক আর কেউ লুকিয়ে শহরে প্রবেশ করতে পারবে না। নদীর ধারে ভোরের কুয়াশায় স্পষ্ট হয়ে উঠে সত্যি বার্তা—“মাদক নয়, সচেতনতা হোক শহরের পরিচয়।”