বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ঝিনাইগাতীতে ২৭১০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ১৯০)
কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষক কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনউজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৭১০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে সরিষার জন্য ২ হাজার ৫০০ জন, পেঁয়াজের জন্য ৩০ জন, গমের জন্য ১৭০ জন এবং মসুরের জন্য ১০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, “সরকারি এ প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকরা ইতোমধ্যে মাঠ প্রস্তুত করেছেন, আশা করছি এবারের মৌসুমে ভালো ফলন হবে।”

কর্মসূচিতে উপস্থিত কৃষকরা বলেন, সরকারের এমন উদ্যোগে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং আগামী মৌসুমে আরও বেশি জমিতে আবাদ করার আশা ব্যক্ত করেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ উদ্যোক্তা কল্যাণ পরিবারের ২য় বর্ষপূর্তি উদযাপন
ইউনূসের সঙ্গে ডিল করে ক্ষমতায় গেলে এনসিপির হাতে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাবিতে জুলাই আন্দোলনের সহিংসতায় জড়িত ৪০৩ জন শনাক্ত, স্থায়ী বহিষ্কারের প্রক্রিয়া শুরু
শান্তর নেতৃত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের
ঝিনাইগাতীতে ২৭১০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভোলায় হাত পা বাঁধা অবস্থায় ডোবা থেকে মাদ্রাসা ছাত্রকে উদ্ধার
ভালুকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
বাউফলে মাদককারবারি গ্রেফতার
নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com