সোমবার ৩ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ভালুকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ২১৩)
জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালুকা হেল্পলাইন’ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ইমন তালুকদার জানান, ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের উপকারিতা, জরুরি সময়ে রক্তদাতার প্রয়োজনীয়তা এবং রক্তদানের নির্ধারিত সময়কাল সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ভালুকা হেল্পলাইনের পক্ষ থেকে জানানো হয়, “শুধু রক্তের গ্রুপ জানলেই দায়িত্ব শেষ নয়, স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।” তাদের মতে, নিয়মিত রক্তদান যেমন জীবন বাঁচায়, তেমনি দাতার শরীরও সুস্থ রাখে—এ বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন।

বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদানের প্রচলন শুরু করেন অধ্যাপক নুরুল ইসলাম। তিনি প্রথম ব্যক্তি হিসেবে স্বেচ্ছায় রক্তদান করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেন। এরপর ১৯৭৮ সাল থেকে ২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস হিসেবে পালন করা হচ্ছে।

কৃত্রিমভাবে রক্ত তৈরি সম্ভব নয়—এই বাস্তবতা তুলে ধরে আয়োজকরা বলেন, “রক্তদান মানেই মানবতার সেবা, তাই প্রত্যেক সক্ষম মানুষকে এ দায়িত্ব নিতে হবে।”

ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, রক্তের গ্রুপ না জানার কারণে অনেক সময়ে বিপাকে পড়তে হয়। এমন উদ্যোগ তাদের সচেতন করেছে এবং রক্তদানের প্রতি আগ্রহী করেছে।

এক শিক্ষার্থী বলেন, “আজই প্রথম জানলাম আমার রক্তের গ্রুপ। সুযোগ পেলে রক্তদান করব—এটা এখন আমার দায়িত্ব মনে হচ্ছে।”

ভালুকা হেল্পলাইন জানিয়েছে, তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন কর্মসূচি চালিয়ে যাবে। তাদের লক্ষ্য—প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তদাতা নেটওয়ার্ক তৈরি করা এবং জরুরি রক্ত সংকট কমিয়ে আনা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শীতের বার্তা দিচ্ছে কুয়াশা, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি
শেরপুরে টানা বৃষ্টিতে আমন ধানসহ সবজিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা
ইসরায়েলি অবরোধে ক্ষুধা-শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা
বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজনের ঘোষণা বুলবুলের
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ডেন্টেক সাংহাই ২০২৫-এ বিএফডিএস কে বিশেষ সম্মাননা
ভোলায় হাত পা বাঁধা অবস্থায় ডোবা থেকে মাদ্রাসা ছাত্রকে উদ্ধার
কুমিল্লায় পলাতক ছাত্রলীগ নেতা–কর্মীদের আকস্মিক মিছিল, পুলিশি অভিযানে ১২ জন গ্রেফতার
নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে, পেছানোর কোনো শক্তি নেই: প্রেস সচিব
বাউফলে ট্রাফিক চেকপোস্টে প্রশাসনের কঠোর অবস্থান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com