প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম (ভিজিট : ৪০)
ইতালির ভেনিসে CSN এর মাধ্যমে ইতালিয়ান ভাষার A2 (কার্তা সৌজন্য) B1( সিটিজেনশিপ) লেভেল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ নভেম্বর (মঙ্গলবার ) ভেনিসের মেস্ত্রে এলাকায় এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এতে বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের প্রবাসীরাও অংশগ্রহণ করেন। এসময় পরীক্ষা পর্যবেক্ষণ করেন সিএসএন-এর মার্কেটিং ডিরেক্টর সার ফারাজ দীন, পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিএসএন-এর এফএলিয়েট ম্যানেজার এন্ড অর্গানাইজার অয়ন কাজী, এছাড়াও সিএসএন মেস্ত্রে শাখার মিজানুর রহমান ও রাকিবুল ইসলাম এবং ত্রেভিজো থেকে আগত কামরুল হাসান উপস্থিত ছিলেন।
সিএসএন কর্তৃপক্ষ জানায়, ইতালিয়ান ভাষা শেখার জটিলতার কারণে অনেক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। এই প্রেক্ষাপটে প্রবাসীদের ভাষা, আইন ও প্রশাসনিক বিষয়গুলোতে সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে সিএসএন বাংলা কাফ (CAF CSN)।
বর্তমানে ইতালির সরকারের আওতায় বিভিন্ন শহরে কাফ অফিসের মাধ্যমে বাংলাদেশিরা নানা সরকারি সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রবাসী বাংলাদেশিদের আইনগত পরামর্শ ও দিকনির্দেশনা প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে CAF CSN