প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম (ভিজিট : ৪৭)
মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের কামড়ে শামীম হোসেন (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শামীম হোসেন উপজেলার করমদি গ্রামের মিজানুর রহমানের ছেলে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে শয়ন কক্ষ থেকে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয় শামীমকে।
স্থানীয়রা জানান, রাতে নিজ কক্ষে শামীম হোসেন ঘুমিয়ে ছিল।ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়।পরে বাড়ির লোকজন জানতে পেরে কয়েকজন স্থানীয় এক ওঁঝার কাছে নিয়ে যায়।পরে তার অবস্থা খারাপ হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় । সেখানে কিছুক্ষণ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।