প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম (ভিজিট : ৫৮)
মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের অফিসে হামলা চালিয়েছে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থক নেতাকর্মী। আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে গাংনী উপজেলা শহরের দোকানপাট বন্ধ হয়ে গেছে। শহরে কয়েক হাজার নেতাকর্মী রাস্তায় দাড়িয়ে বিক্ষোভ করছেন। উপস্থিত আছেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এখন দুই গ্রুপের লোকজন চরম উত্তেজনা।
জানা গেছে গত সোমবার বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মনোনয়ন ঘোসনা করেন। মেহেরপুর ১ আসনে মাসুদ অরুন ও মেহেরপুর ২ আসনে আমজাদ হোসেনকে মনোনীত করেন। তার পরপরই উত্তেজনা শুরু হয় গাংনীতে। আজ সকালে জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। পরে রাস্তা দিয়ে আমজাদ হোসেন সহ বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে রাস্তায় বের হলে মিল্টনের লোকজন আমজাদ হেসেনের লোকজনকে ইট নিক্ষেপ করেন। পরে আমজাদ হেসেনের অফিসের সামনে থাকা ১১ টি মোটর কসাইকেল বাংচুর করা হয়। অপরদিকে আমজাদ হোসেনের লোকজন জড়ো হয়ে মিল্টনের লেকজনকে ধাওয়া দেয়। এবং মিল্টনের অফিস ভাংচুর করে এবং চেয়ার টেবিলে অগুন ধরিয়ে দেয়। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে হামলাকারীরা।
সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মেহেরপুর ২ গাংনী আসনের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন জানান, আমরা বেশ কয়েকজন নেতাকর্মী অফিসে ছিলাম। অফিস থেকে বের হয়ে বাজারের দিকে যাচ্ছিলাম এসময়। মিল্টনের লোকজন আমাদের লোকজনের উপরে আতঙ্কিত হামলা করে। ছুঁড়তে থাকে ইটপাথর। আমরা অফিসে আসলেও আমাদের অফিসের উপরে হামলা করে। দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলে। ১১ টি গাড়ি ভাঙচুর করে। একই সাথে অফিসের নিচে থাকা সামাদ হোটেলে ভাংচুর করে। খাবার হোটেলে খাবার খাওয়ার লোকজনের মোটরসাইকেল ভাংচুর করে।
জাভেদ মাসুদ মিল্টনের লোকজনের সাথে কথা বল্লে তারা জানান, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ করছিলাম এবং মনোনয়ন পরিবর্তনের দাবি জানাচ্ছিলাম। এ সবাই আমজাদের লোকজন এসে আমাদের উপরে চড়াও হলে পরিস্থিতি অন্যরকম হয়ে পড়ে।
এব্যাপারে জাবেদ মাসুদ মিল্টনের সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করা মন্তব্য লেখা সম্ভব হয়নি। গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান,গাংনী বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
বর্তমানে গাংনী বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। পরে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে আসেন। সেনাবাহিনীর একটি টিম টহল জোরদার করেছে