প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:২০ পিএম (ভিজিট : ৪১৮)
বাউফলে মাদকের হোম ডেলিভারিতে জড়িত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সোহাগ হোসেন (৩০) রিকশাচালকের ছদ্মবেশে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক সরবরাহ করতেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকার বাসিন্দা।
রবিবার (২ নভেম্বর) দুপুরে সোহাগ হোসেন ও তার এক সহযোগীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শনিবার রাতে পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়।
শনিবার রাতে পুলিশ রিকশাচালকের ছদ্মবেশে থাকা মাদক কারবারি সোহাগকে ১২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদক সরবরাহ করে আসছিলেন।
পুলিশ জানায়, সোহাগের দেওয়া তথ্যমতে পৌর শহরের কিছু সরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের ক্রেতা। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোহাগকে গ্রেফতার করে। এসময় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরেই এসব মাদক ব্যবসায়ী ও তাদের স্পটগুলো নজরদারিতে রেখেছিল। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।”