প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৪:২৫ পিএম (ভিজিট : ৪৮)

ফ্রান্সের উপকন্ঠ স্থা সিটিতে - স্থা ইসলামিক সেন্টার এর উদ্যোগে রবিবার সেন্টারের বলরুমে অনুষ্টীত হয়েছে প্যারেন্টিং সেমিনার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদ এর খতিব হাফিজ আবুল হোসাইন খান। সেন্টারের ইমাম আহমদ উল ইসলাম এর পরিচালনায় ও মাদ্রাসা বিভাগের সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আলোচনায় অংশ নেন ইসলামিক সেন্টারের সভাপতি সালাহ উদ্দীন, ও পরিচালক জালাল আহমদ ।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন প্রযুক্তির চরম উৎকর্ষতার এই সময়ে দাঁড়িয়ে ‘ডিভাইস প্রজন্ম’ নিয়ে পিতা-মাতার পেরেশানির যেন শেষ নেই। সত্যিকার অর্থেই সন্তান প্রতিপালনের চ্যালেঞ্জ এক ভিন্ন মাত্রায় গিয়ে পৌছেছে। কে না চায়, তার ঔরসজাত চক্ষু শীতলকারী একজন ভালো মানুষ হয়ে উঠুক।
কেবল প্রত্যাশা করলেই তো সুসন্তান গড়ে তোলা যায় না। এই দুনিয়ায় এমন কোনো মেশিন নেই, যার মধ্য দিয়ে একজন সন্তানকে মানুষ বানিয়ে বের করা যায়। চারপাশের প্রকৃতি, পরিবেশ, পরিস্থিতি, মানুষ ও সমাজ-বাস্তবতা দ্বারা প্রত্যেকেই প্রভাবিত। বহুবিধ সংকটের ভেতর থেকেই শিশুমনকে পবিত্রতার চাদর পরিয়ে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হলে সচেতনভাবেই প্যারেন্টিং স্কিল ডেভেলপমেন্ট জরুরি। প্যারেন্টিং স্কিল এখন আর সৌখিনতা নয়; অনিবার্য বাস্তবতা বলে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাফিজ আবুল হোসেইন খান।