সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


প্রবাস
এই অর্জন পুরো বাংলাদেশের: প্যারিসে সংবর্ধনায় রাষ্ট্রদূত তালহা
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৩৬৩)

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্যারিসে নাগরিক সংবর্ধনা পেয়েছেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।

শুক্রবার রাতে প্যারিসের এক অভিজাত হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র কমিউনিটি ব্যক্তিত্ব এম. এ. তাহের। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন ও কমিউনিটি নেতা জাহেদুল ইসলাম শিপার। স্বাগত বক্তব্য দেন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ।

সভায় রাষ্ট্রদূত তালহাকে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়। বক্তারা বলেন, রাষ্ট্রের প্রতিটি সাফল্যই জাতির সম্মিলিত অর্জন-এমন গৌরবের অংশ হতে পেরে আমরা গর্বিত।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম বলেন, ইউনেস্কোতে টানা সাতটি নির্বাচনে বাংলাদেশের জয় কেবল কূটনৈতিক নয়, এটি আমাদের জাতীয় সক্ষমতার প্রতিফলন।

সভাপতির বক্তব্যে এম. এ. তাহের বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে আমরা আজ গর্বের সঙ্গে বাংলাদেশের এই সাফল্য উদযাপন করছি। প্রবাসীরা দেশের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে।

রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেন, জাপানের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করা সহজ ছিল না। কিন্তু এটি কারও একার অর্জন নয়, এই অর্জন পুরো বাংলাদেশের।

তিনি আরও বলেন, বাংলাদেশ কমিউনিটির ভালোবাসা ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জোগায়। দেশ মাতৃকার পতাকা সমুন্নত রাখাই আমাদের একমাত্র লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিফেন্স এটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, মিনিস্টার (কমার্সিয়াল) মিজানুর রহমান এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।

স্থানীয় কমিউনিটির মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী এইচ. এম. রহিম, আবুল খায়ের লস্কর, জুনেদ আহমেদ, এম. এ. রশীদ পাটোয়ারী, আহমেদ আব্দুল মালেক, আব্দুর রহিম মিয়া, ইমরান আহমেদ, মনোয়ার হোসেন, জাকারিয়া আহমেদ, নাজির উদ্দিন জোসি, শিল্পী শাহানা বেগম ও কাওছার আহমেদ।

মানপত্র পাঠ করেন সাংবাদিক তানভীর আহমেদ তোহা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩ জন
দাঁড়িপাল্লার গণআন্দোলন শহীদ কামরুজ্জামানের রক্তের প্রতিশোধের গণআন্দোলন: জামায়াত নেতা রাশেদুল
কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ ৪ মহিলা গ্রেফতার
বাউফলে পূর্ব বিরোধের জেরে তিন পুকুরে বিষ, পাঁচ লাখ টাকার মাছ মরে গেছে
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ত্রিশালে মতবিনিময়
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গফরগাঁওয়ে এক্সএমজি'র কর্মশালা
সমুদ্রপথে রাশিয়ার তেল কেনা বন্ধ করলো চীন
থাইল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের মেয়েদের
বাংলাদেশ মালদ্বীপের ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী: মালদ্বীপের মন্ত্রী
পাচারের উদ্দেশ্যে বন্দি ৪৪ জনকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com