প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৬:১৭ পিএম (ভিজিট : ৩৬)
পদত্যাগ করছেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের পদে থাকছেন না তিনি। লিটন দাস-জাকের আলি অনিকদের দায়িত্ব ছাড়ার বিষয়টি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন তিনি।
সালাউদ্দিন বলেছেন, ‘হ্যা, আমি পদত্যাগ করছি।’ ব্যক্তিগত কারণ জানিয়ে ইতিমধ্যে নাকি বিসিবিতে পদত্যাগপত্রও জমা দিয়েছেন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষে নিজের অধ্যায়ের ইতি টানবেন তিনি।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে সালাউদ্দিনের চুক্তি রয়েছে। তবে মেয়াদ থাকলেও দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় ছাড়ছেন তিনি।
গত বছর সহকারী কোচের দায়িত্ব পান তিনি। সালাউদ্দিনের পদত্যাগের আগে গত পরশু বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। সেদিনই বাংলাদেশের টিম ডিরেক্টরের দায়িত্ব পান আব্দুর রাজ্জাকও।