মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম   (ভিজিট : ৩১)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরকে ঘিরে তৈরি হয়েছিল নানান বিতর্ক। একাধিক দলের বিরুদ্ধে উঠেছে খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ। এমনকি হোটেল বিল পরিশোধ করেনি এমন ফ্র্যাঞ্চাইজিও ছিল। যার কারণে ১২তম আসর নিয়ে সতর্ক আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।

এবারের আসরে দল নেওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল ২৮ অক্টোবর। এবারের আসরে যেই ফ্র্যাঞ্চাইজিগুলোতে দল দেওয়া হবে। আগামী পাঁচ আসরে তাদের থাকতে হবে। ২০২৭ সাল থেকে সেটা আরও ১৫ শতাংশ করে বৃদ্ধি হতে থাকবে। সবমিলিয়ে ৫ বছরে মোট সাড়ে ১৩ কোটি টাকা ফি জমা দিতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। এ ছাড়া প্রতি আসরের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৬ মাসের জন্য ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। 

বিপিএলের আগামী আসর থেকে ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশের ৩০ শতাংশ শেয়ার করবে বিসিবি। এমন শর্ত মেনে মোট ১১টি কোম্পানি দল নিতে আগ্রহ প্রকাশ করেছিল। যেখানে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে দুইটি প্রতিষ্ঠান। তবে একই ভুল বারবার করতে চায় না বিসিবি। যার কারণে ভালো করে যাচাই-বাছাই করে দল দিতে চায় সংস্থাটি।

এবারের আসরে কোন কোন কোম্পানিকে দল দেওয়া হবে, সেই বিষয়ে গতকাল বিসিবি ভবনে সভা করেছিল বোর্ড পরিচালকরা। সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠু সংবাদ সম্মেলনে জানান, 'প্রাথমিকভাবে ১১টা কোম্পানির মধ্যে শর্ট লিস্ট করে ৮ কোম্পানিকে দল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ পড়েছে তিনটি কোম্পানি। মূলত দল দিতে অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল ইউআইতে, এই তিনটা কোম্পানির ডকুমেন্টস ছিল না বলে তারা কোয়ালিফাই করতে পারেনি।'

শর্ট লিস্ট থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো মাইন্ড ট্রি, বাংলামার্ক ও এসকিউ। মাইন্ড ট্রি কোম্পানি খুলনা, বাংলামার্ক নোয়াখালী এবং এসকিউ চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি নিতে আবেদন করেছিল। তবে শর্ট লিস্টে থাকা ৮ কোম্পানি যে দল পাবে, সেটাও এখনো নিশ্চিত নয়। কারা কারা দল পাচ্ছে সেটা আগামীকাল বোর্ড সভা শেষে জানা যাবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সালথায় উলামা-ত্বলাবা ঐক্য পরিষদ এর উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
শেরপুরে বড় ভাই খুনের ঘটনায় ছোটভাই গ্রেফতার
ভোলায় সালিশী সিদ্ধান্তে কাঁটার বেড়া, তিন মাস অবরুদ্ধ দিনমজুর পরিবার
জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ
ভোলায় মৎস্যজীবিলীগ সভাপতির জবরদখল, শতবর্ষী পথ হারিয়ে বিপাকে ৩৫ পরিবার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভোলায় হাত পা বাঁধা অবস্থায় ডোবা থেকে মাদ্রাসা ছাত্রকে উদ্ধার
একজন কর্মীর চোখে মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি: হাজী আমিন উর রশিদ ইয়াছিন
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ভালুকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
শেরপুরে বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় আমন ধান ক্ষতিগ্রস্ত: কৃষকের কপালে চিন্তার ভাঁজ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com