সোমবার ৩ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
এমবাপের জোড়া গোলে রিয়ালের বড় জয়
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ১১:৫৫ এএম   (ভিজিট : ৮৮)
একদিন আগেই প্রথমবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। গত মৌসুমে লা লিগার ৩৪ ম্যাচে ৩১ গোল তাকে এই পুরস্কার এনে দেয়। পরদিন মাঠে নেমেই জোড়া গোল করলেন এমবাপে। পাশাপাশি জুড বেলিংহ্যাম ও আলভারো কারেরাসের গোলে ভ্যালেন্সিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। অবশ্য ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়ত।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল (শনিবার) রাতে জাবি আলোনসোর দল একপেশে দাপটই দেখিয়েছে। ৬৬ শতাংশ পজেশনের পাশাপাশি ১৯ শট নিয়ে ১০টিই লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। বিপরীতে স্রেফ ৩ শটের মধ্যে দুটি লক্ষ্যে ছিল ভ্যালেন্সিয়ার। এই জয়ে লস ব্লাঙ্কোসরা লা লিগার শীর্ষস্থান আরও সংহত করলো। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৩০। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল দুই এবং একটি কম খেলে ২২ পয়েন্ট পাওয়া বার্সেলোনা তিনে রয়েছে।

প্রতিপক্ষের রক্ষণকে তটস্থ রেখে ম্যাচের ১৯ মিনিটে লিড নেয় রিয়াল। প্রতিপক্ষ ডিফেন্ডারের হ্যান্ডবলের সুবাদে তারা পেনাল্টি পায়। এল ক্লাসিকোয় পেনাল্টি মিস করা এমবাপে স্পট কিকে গোল করলেন এবার। যা লা লিগায় তার টানা আট ম্যাচেই গোল। ৩১ মিনিটে তিনি দ্বিতীয় গোলও পেয়ে যান। আর্দা গুলারের ক্রসে বল পেয়ে ভলিতে গোলটি করেন এমবাপে। গোল্ডেন বুট জেতা এই ফরাসি অধিনায়ক এবারও এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা। ১১ ম্যাচে তিনি গোল ১৩তম গোল করলেন।

বিরতির আগে ৪৪ মিনিটে রিয়ালের পক্ষে ব্যবধান আরও বাড়ালেন বেলিংহ্যাম। টানা তৃতীয় ম্যাচে তিনি গোল করলেন। ফেদরিকো ভালভার্দের পাস ধরে এই ইংলিশ মিডফিল্ডার ডি-বক্সের বাইরে একজনের চ্যালেঞ্জ সামলে জোরালো শটে বল জালে জড়ান। চোট কাটিয়ে ফেরার পর পুরোদমে ছন্দ ফিরলেন এল ক্লাসিকো জয়ের অন্যতম নায়ক বেলিংহ্যাম। অবশ্য তার মিনিট তিনেক আগে ভিনিসিয়ুস পেনাল্টি মিস করেছেন। কারেরাস প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হলে ভিনির নেওয়া শট ঠেকান ভ্যালেন্সিয়া গোলরক্ষক।

এদিন মৌসুমে প্রথমবার এন্ড্রিক ফিলিপেকে বদলি হিসেবে মাঠে নামান আলোনসো। এরপর রিয়ালের খেলার ধারায়ও হালকা পরিবর্তন আসে। ৮২ মিনিটে রদ্রিগোর একটি প্রচেষ্টা রক্ষণে পরাস্ত হলেও স্প্যানিশ ডিফেন্ডার কারেরাস আচমকা শটে স্কোরশিটে নাম তোলেন। ৪-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে রিয়াল।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রেসসচিব উন্মাদের মতো কথা বলেন: বিটিএমএ সভাপতি
নকলায় বিএনপি'র অফিস ভাংচুর মামলায় ইউনিয়ন আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি কারাগারে
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নালিতাবাড়ীতে মসজিদে ঢুকে নেশাগ্রস্তদের হামলা ও ভাংচুর
একজন কর্মীর চোখে মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি: হাজী আমিন উর রশিদ ইয়াছিন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ডেন্টেক সাংহাই ২০২৫-এ বিএফডিএস কে বিশেষ সম্মাননা
কুমিল্লায় পলাতক ছাত্রলীগ নেতা–কর্মীদের আকস্মিক মিছিল, পুলিশি অভিযানে ১২ জন গ্রেফতার
ভোলায় হাত পা বাঁধা অবস্থায় ডোবা থেকে মাদ্রাসা ছাত্রকে উদ্ধার
দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
সবজিতে স্বস্তি, ডিম-মুরগিরও দাম কমেছে
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com