সোমবার ৩ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ভোলায় হাত পা বাঁধা অবস্থায় ডোবা থেকে মাদ্রাসা ছাত্রকে উদ্ধার
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৭:১৫ পিএম   (ভিজিট : ৫৭৬)
ভোলার চরফ্যাশনের আবুবকরপুরে মোঃ তামিম (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রকে রাতের আঁধারে হাত পা বাঁধা অবস্থায় ডোবা থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় চরফ্যাশন হাসপাতালে রাতেই ভর্তি করা হয়। হত্যার উদ্দেশ্যে তার দুই চাচা এই ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগ তামিমের মা আরজু বেগমের। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার দুলারহাট থানার আবুবকরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। মোঃ তামিম ওই ওয়ার্ডের মোঃ মোস্তফার ছেলে এবং আবুবকরপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। 

তামিমের মা আরজু জানান, অভিযুক্ত তার দুই চাচা শেখ ফরিদ ও খোকন তার স্বামীর সৎ ভাই। পৈত্রিক সম্পত্তি নিয়ে তার স্বামীর সাথে সৎ ভাইদের দীর্ঘ দিনের বিরোধ চলছিল। তার স্বামী মোস্তফা কর্মের জন্য ঢাকাতে থাকেন। ছেলে তামিমকে নিয়ে সে গ্রামের বাড়ী আবুবকরপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে বসবাস করেন। গত ২৭ অক্টোবর ছেলেকে ঘরে রেখে আরজু তার বাবার বাড়ীতে বেড়াতে যান। এই সুযোগে তার ছেলেকে বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে সুপারি চুরির অপবাদ দিয়ে শেখ ফরিদ ও খোকন মারধর করে। ছেলে তামিমকে মারধরের ঘটনা শুনে আরজু তার বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ীতে চলে আসেন। তার ছেলে শনিবার মাগরিবের নামাজ শেষে বাড়ী ফেরার পথে শেখ ফরিদসহ আরো চারজন ব্যক্তি তার ছেলেকে পথরোধ করে। এই সময় শেখ ফরিদ তার ছেলের মাথায় আঘাত করে এবং মারধর  করে শরীরের বিভিন্ন অংশ ফুলা জখম করে। তাদের মারধর ছেলে তামিম অজ্ঞান হয়ে যাওয়ার পর তার হাত পা বেঁধে পাশের একটি ডোবায় ফেলে দেয়। প্রায় তিন ঘন্টা পর তামিমের জ্ঞান ফিরে এলে তার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত শেখ ফরিদের মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি। তবে তার ভাই খোকন বলেন, তামিম তার ভাতিজা। তাদের সাথে পারিবারিক ঝামেলা রয়েছে। তবে আমি এই ব্যাপারে কিছুই জানিনা। 

দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শীতের বার্তা দিচ্ছে কুয়াশা, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি
শেরপুরে টানা বৃষ্টিতে আমন ধানসহ সবজিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা
ইসরায়েলি অবরোধে ক্ষুধা-শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা
বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজনের ঘোষণা বুলবুলের
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ডেন্টেক সাংহাই ২০২৫-এ বিএফডিএস কে বিশেষ সম্মাননা
ভোলায় হাত পা বাঁধা অবস্থায় ডোবা থেকে মাদ্রাসা ছাত্রকে উদ্ধার
কুমিল্লায় পলাতক ছাত্রলীগ নেতা–কর্মীদের আকস্মিক মিছিল, পুলিশি অভিযানে ১২ জন গ্রেফতার
নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে, পেছানোর কোনো শক্তি নেই: প্রেস সচিব
বাউফলে ট্রাফিক চেকপোস্টে প্রশাসনের কঠোর অবস্থান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com