প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:৩০ পিএম (ভিজিট : ২৭৫)

ইব্রাহিম মেডিকেল কলেজ অ্যালামনাই সোসাইটির (ইমকাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১০ অক্টোবর। বারডেম হাসপাতালে ২০২৫-২০২৭ মেয়াদের কমিটির নাম ঘেষণা করে নির্বাচন কমিশন। এতে সভাপতি ডক্টর মো রবিউল হালিম (২৫২ ভোটে নিবাচিত)। সাধারণ সম্পাদক ডক্টর মো শাহরিয়ার কবির (২০৭ ভোটে নিবাচিত)। সহ-সভাপতি পদে ডক্টর রাজিব ভাদ্রা রনি (২৩২ ভোটে নিবাচিত)। যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর সাজ্জাদ হোসেন (২১৭ ভোটে নিবাচিত)। কোষাধক্ষ রিয়াজুর রহমান রিয়াদ (১৪৮ ভোটে নিবাচিত)। অফিস সম্পাদক ডক্টর সাগুফতা মেহজাবিন, পাবলিক রিলেশন এন্ড কমিনিকেশন পদে নিবাচিত ডক্টর রোনক জাহান কবির (২১৩ ভোটে নিবাচিত)। আইন সম্পাদক মেহেদী হাসান (২২১ ভোটে নিবাচিত।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জেসমিন আক্তার এবং সহ-প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাসুদা মোহসেনা।
নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়, নমিনেশন সংগ্রহ করার পর মোট ২৪ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়। মোট আট পদে ভোট অনুষ্ঠিত হয়। অর্গানাইজিং সেক্রেটারি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, কালচারাল অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি এবং সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে কেবলমাত্র একজন করে প্রার্থী থাকায় এসব পদে ভোট হয়নি।
আটটি পদের মধ্যে কেবল জয়েন্ট সেক্রেটারি পদের ভোটারগণ দুইটি ভোট প্রদানের সুযোগ পান, বাকি সকল পদে ভোটারগণ কেবল একটি ভোট দেন।