সোমবার ২০ অক্টোবর ২০২৫ ৪ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৭ ফিলিস্তিনি, ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৬:২৪ পিএম   (ভিজিট : ৫৪)

যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার মিডিয়ার দফতর। ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে আরও ২৩০ জন আহত হয়েছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে গাজার মিডিয়া দফতর বলেছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী অন্তত ৮০ বার চুক্তি ভঙ্গ করেছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে দফতরটি।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিরতির পরও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, গোলা নিক্ষেপ করেছে এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলোতে আগুনের বলয় তৈরি করেছে।

গাজা প্রশাসনের মতে, এসব হামলায় ইসরায়েলি ট্যাংক, সাঁজোয়া যান, দূরনিয়ন্ত্রিত টার্গেটিং ক্রেন, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।

গাজার কোনও প্রদেশই এই হামলা থেকে বাদ পড়েনি উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার বাহিনী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং আমাদের জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘ ও যুদ্ধবিরতির গ্যারান্টর রাষ্ট্রগুলোর প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত এক পরিকল্পনার ভিত্তিতে হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, ধাপে ধাপে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, বন্দি বিনিময় এবং ত্রাণ সহায়তা প্রবেশের কথা ছিল।

প্রায় দুই বছর ধরে চলা গাজার যুদ্ধে এখন পর্যন্ত ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন। ধ্বংস হয়েছে গাজার অধিকাংশ অবকাঠামো।ন







আরও খবর


 সর্বশেষ সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি মঙ্গলবার
দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের গানে মুগ্ধ তারেক রহমান: বিএনপি নেতৃবৃন্দের মানবিক উদ্যোগ
উলিপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে সফল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর: সচেতনতায় বদলে যাচ্ছে পশুপালনের চিত্র
সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: শেরপুর এভারকেয়ার হাসপাতাল বন্ধ, ৭ লাখ টাকায় মীমাংসা
ঝিনাইগাতীতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারধর ও হত্যার হুমকি, থানায় অভিযোগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের জাতীয় ইজতেমা প্রতিবন্ধকতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা
হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ
শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট
নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় কাওয়ালি কনসার্ট
রিশাদ ওপেনিং জুটি ভাঙলেও স্বস্তিতে নেই বাংলাদেশ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com