সোমবার ২০ অক্টোবর ২০২৫ ৪ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


আন্তর্জাতিক
ফ্রান্সে ল্যুভর মিউজিয়ামে ডাকাতি, জাদুঘরটি বন্ধ ঘোষণা
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৪৭)

ফ্রান্সের প্যারিসে ল্যুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনা ঘটেছে। একাধিক সূত্রের বরাত দিয়ে আজ রোববার (১৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় সময় রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। জানাজানির পর জাদুঘরটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ডাকাতেরা জাদুঘরে থাকা বেশকিছু অলংকার নিয়ে গেছে। এর অর্থমূল্যের বিস্তারিত জানা যায়নি।

পুলিশের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ডাকাতেরা স্কুটারে করে জাদুঘরে যায়। তাদের কাছে ছোট চেইনসো (চেইনের করাত) ছিল। তারা পণ্যবাহী লিফটে করে অলংকার থাকা কক্ষে ঢোকে।  

ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি এক্সে (আগের টুইটার) দেওয়া পোস্টে জানিয়েছেন, ‘ল্যুভরে চুরির ঘটনা ঘটেছে। সকালে জাদুঘর খোলার সময় এটি ঘটে। কেউ আহতের খবর পাওয়া যায়নি।’

ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিশেষ কারণে জাদুঘরটি দিনের বাকি সময়ের জন্য বন্ধ থাকবে।’ ডাকাতির বিষয়ে জানতে এএফপি ল্যুভর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে তারা তাৎক্ষনিক মন্তব্য করতে রাজি হয়নি।

ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সকালে জাদুঘর খোলার পরপরই মুখোশধারী তিনজন ভেতরে ঢোকে। জাদুঘরের সেইন নদীর পাশের অংশে পণ্যবাহী লিফট দিয়ে অ্যাপোলো গ্যালারিতে যায়। এখানেই ফ্রান্সের রাজমুকুটের রত্ন সংরক্ষিত ছিল। ডাকাতেরা নয়টি অলংকার নিয়ে বেরিয়ে এসে একটি স্কুটারে করে চলে যায়।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ডাকাতির পর জাদুঘরের ভেতরে নিরাপত্তারক্ষী ও দর্শনার্থীরা আটকা পড়েন। এক্সে দেওয়া পোস্টে একজন লিখেছেন, ‘মাত্রই ল্যুভরে পৌঁছালাম। এখানে দেখছি নিরাপত্তারক্ষীরা ভেতরে আটকে আছেন। ফটকের বাইরে দর্শনার্থীদের বলা হচ্ছে, আজ আর ভেতরে যাওয়া যাবে না।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ‘জুলাই সনদ’
মা হলেন পরিণীতি চোপড়া
২ লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে শীর্ষে ফিরল রিয়াল
রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ভারতকে হুমকি ট্রাম্পের
যুদ্ধবিরতির পরেও গাজায় ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, মঞ্চে প্রধান উপদেষ্টা
সংসদ ভবন এলাকায় সংঘর্ষ, অবস্থান নিয়েছে সেনাবাহিনী
বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের জাতীয় ইজতেমা প্রতিবন্ধকতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা
হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে ফিরবে আরও ১,৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com