রবিবার ১৯ অক্টোবর ২০২৫ ৩ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
তিন ক্রিকেটার নিহত হওয়ায় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩:৫০ পিএম   (ভিজিট : ৬৬)

আগামী মাসে পাকিস্তানে আফগানিস্তান, শ্রীলঙ্কাকে নিয়ে হওয়ার কথা ছিল ত্রিদেশীয় সিরিজ। কিন্তু আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উরগুন জেলার সীমান্তে সংঘাতের জেরে স্থানীয় তিন ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছিল মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রাওয়ালপিন্ডি ও লাহোরে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই সিরিজ চূড়ান্ত হয়েছিল এমন-ই এক সময়ে, যখন নাকি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই অবনতি হচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, উরগুন জেলার হামলায় বহু প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ছিলেন তিন স্থানীয় ক্রিকেটার, যারা পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় এক প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন।

বিবৃতিতে এসিবি জানায়, ‘এই ঘটনা আফগানিস্তানের ক্রীড়াঙ্গন, ক্রীড়াবিদ ও ক্রিকেট পরিবারের বড় ক্ষতি। এই মর্মান্তিক ঘটনায় আক্রান্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

চলতি বছর পাকিস্তান ও আফগানিস্তানের অংশগ্রহণে এটি হতো দ্বিতীয় ত্রিদেশীয় সিরিজ। এর আগে আগস্টে এশিয়া কাপের আগে দু’দল মুখোমুখি হয়েছিল। তবে পাকিস্তানের মাটিতে এটি হতে যাচ্ছিল আফগানিস্তানের প্রথম অংশগ্রহণ। এর আগে আফগানিস্তান পাকিস্তানে অনুষ্ঠিত ২০২৩ সালের এশিয়া কাপ ও চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিল। যদিও স্বাগতিকদের বিপক্ষে খেলেনি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

হলুদ শাড়িতে নজর কাড়লেন জয়া
লা লিগার শীর্ষে বার্সেলোনা, প্রিমিয়ার লিগে আর্সেনাল
কার্গো ভিলেজে আগুন: ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে উড়ছে ধোঁয়া
গাজায় ইসরায়েলি হামলায় ৭ শিশু ও ৩ নারীসহ নিহত ১১
শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল ইসলাম
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

রাকসুতে সাড়ে ৩টা পর্যন্ত ভোট পড়লো ৬০ শতাংশ
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর বৈঠক
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথমবার ডাক পেলেন অঙ্কন, দলে ফিরলেন সৌম্য সরকার
নভেম্বরে ২ ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও সূচি ঘোষণা
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, মঞ্চে প্রধান উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com