প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৮:১৩ পিএম (ভিজিট : ১৯)

সিরিজের প্রথম ম্যাচে তিন অঙ্কের দোরগোড়ায় গিয়েও পারলেন না। তবে শেষ ম্যাচে আর ভুল করলেন না মিচেল মার্শ। অধিনায়ক এবার দেখালেন কিভাবে একার হাতে ম্যাচ জেতাতে হয়। ঝোড়ো ব্যাটিংয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজ জেতালেন এই অলরাউন্ডার।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মার্শের ব্যাটেই আসে ৫২ বলে ১০৩ রান, যার মধ্যে ছিল ৭ ছক্কা ও ৮ চার। তার ঝোড়ো ব্যাটিংয়ে ১২ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা।
তবে দলের জন্য ম্যাচে নিঃসঙ্গ এক লড়াই চালাতে হয়েছে মার্শের।
অপর প্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একসময় সন্দেহ হচ্ছিল অলআউট হয়ে যাবেন অজিরা। দলের হয়ে দুই অঙ্কের সংখ্যা পেরুতে পেরেছেন মাত্র দুজন। তার মধ্যে সর্বোচ্চ মিচেল ওয়েনের ১৪ রানের ইনিংস।
এ থেকেই অনুমান করা যায় কিউইদের ওপর কী পরিমাণ তাণ্ডব চালিয়েছেন মার্শ। প্রথম ম্যাচেও ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।
এর আগে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান করেছিল নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৪৮ রান করেছেন টিম সাইফার্ট।
এই জয়ে তিন ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুর্দান্ত ফর্মে আছে মার্শের দল। ১৯ ম্যাচে এটি তাদের ১৬তম জয়, হেরেছে মাত্র দুটি, আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি মার্শের তৃতীয় সেঞ্চুরি। আগের দুটি সেঞ্চুরি করেছেন আইপিএল ও বিগ ব্যাশে। তবে অস্ট্রেলিয়ার জার্সিতে এই প্রথম। দেশের হয়ে এর আগে তার সর্বোচ্চ ছিল ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ৯২। এবার সেই রেকর্ড ভেঙে নিলেন তিনি, পেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির মিষ্টি স্বাদ।