প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৮:৩১ পিএম (ভিজিট : ১৯৫)

৩ ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্যে হেরেছে টাইগার অধিনায়ক জাকের আলী অনিক। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। তাই আগে বোলিং শুরু করবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত নয়টায়।
আফগানিস্তান সিরিজটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সবশেষ ম্যাচের স্মৃতিও কথা বলছে তাদের হয়ে। এশিয়া কাপের গ্রুপ পর্বে রশিদ খানের দলকে হারায় বাংলাদেশ। আফগানরা চেষ্টা করবে সাম্প্রতিক হারের প্রতিশোধ নিতে। বাংলাদেশের লক্ষ্য থাকবে জয় দিয়ে শুরু করে সিরিজ জিতে নেওয়া।
টি-টোয়েন্টির অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। দুই দল অতীতে ১৩ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৭টিতে জয় পায় আফগানরা। আর ৬টিতে জয় পায় বাংলাদেশ।
এই সিরিজ উভয় দলের জন্যই বিশ্বকাপ প্রস্তুতির অংশ। যেখানে জয়-পরাজয়ের পাশাপাশি দল সমন্বয়ের বিষয়টিও গুরুত্ব পাবে। বাংলাদেশ দলের ব্যাটিং লাইনটা নতুন করে দেখার আছে। এদিকে এশিয়া কাপের গ্রুপ পর্বে বাদ পড়ায় রশিদ খানরা বিশ্রাম নিয়ে সতেজ হয়ে ফিরেছেন। জাকেররা সেখানে লম্বা সময় আমিরাতে। মরুর বৈরী পরিবেশে লম্বা সময় ধরে থাকায় কিছুটা একঘেয়ে লাগতে পারে। তবে ওসব ঝেরে নতুন উন্মাদনায় মাঠে নামতে হবে টাইগারদের। কারণ, টি২০ সিরিজে জয়-পরাজয়ের প্রভাব ওয়ানডে সিরিজে থাকবে। এ ছাড়া দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠেয় তিন ম্যাচ টি২০ সিরিজেও ভালো করার পাথেয় হিসেবে কাজ করবে শারজাহর সিরিজটি।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক, উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইস রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবি, শরফুদ্দিন আশরাফ, নূর মোহাম্মদ, মোহাম্মদ ইসহাক, ফরিদ আহমেদ।