রবিবার ৫ অক্টোবর ২০২৫ ২০ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ
বাংলাদেশের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে ১২৯ রানে অলআউট পাকিস্তান
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৮:৪৮ পিএম   (ভিজিট : ২২)

উইমেন'স ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স এবং নজরকাড়া ফিল্ডিংয়ের সামনে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারেনি। ফলে নিগার সুলতানা ও নাহিদা আক্তারদের দল মাত্র ১২৯ রানের ছোট লক্ষ্য পেয়েছে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান মাত্র ৩৮ ওভারে অলআউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে ছয়জন বোলারই কমপক্ষে একটি করে উইকেট শিকার করেন।

পেসার মারুফা আক্তার ম্যাচের প্রথম ওভারেই পরপর দুটি চমৎকার ডেলিভারিতে ওমাইমা সোহেল এবং দুর্দান্ত ফর্মে থাকা সিদরা আমিনকে বোল্ড করে পাকিস্তানকে জোড়া ধাক্কা দেন এবং ম্যাচের সুর বেঁধে দেন। ২০২৫ সালে ওয়ানডেতে ৮৬.৩৩ ব্যাটিং গড় নিয়ে খেলা সিদরা আমিন প্রায় সাড়ে ছয় বছর পর শূন্য রানে আউট হন এবং প্রথমবার প্রথম বলেই বিদায় নেন। টস জিতে ব্যাটিংয়ে নেমে দাঁড়াতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা।

তবে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার, যিনি ৩.৩ ওভারে ৩টি মেডেনসহ মাত্র ৫ রান খরচায় পাকিস্তানের শেষ তিনটি উইকেট তুলে নেন। পেসার মারুফা এবং বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারও নিয়ন্ত্রিত বোলিং করে দুটি করে উইকেট লাভ করেন।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বিশ্বকাপে আসা পাকিস্তানের কোনো ব্যাটারই এই ম্যাচে ত্রিশ রানের কোটা পার করতে পারেননি। মুনিবা আলি ও রামিন শামিম দ্বিতীয় উইকেটে ৪২ রানের যে জুটি গড়েন, সেটিই ইনিংসের সর্বোচ্চ জুটি হিসেবে টিকে থাকে।

নাহিদা আক্তার মুনিবাকে (১৭) ফেরানোর মাধ্যমে এই জুটি ভাঙেন এবং এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। রামিন শামিম ২৩ রান করে ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। অন্যদিকে, বিশ্বকাপের আগে প্রস্তুতির কিছুটা ঘাটতি থাকলেও, প্রায় সাড়ে পাঁচ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নিগার সুলতানার দল বোলিংয়ে দারুণ উজ্জীবিত পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল।

পাকিস্তান: ৩৮.৩ ওভারে ১২৯ (মুনিবা ১৭, রামিন ২৩, ফাতিমা ২২; স্বর্ণা ৩.৩-৩-৫-৩, মারুফা ৭-০-৩১-২, নাহিদা ৮-১-১৯-২)।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নকলায় ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মচারীদের কর্মবিরতি
জাতীয়তাবাদী ওলামা দল নগরকান্দা উপজেলা শাখা'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে একুশে পাঠচক্রের শততম আসর অনুষ্ঠিত
"বাগেরহাটে সাংবাদিক হায়াতের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন"
সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে নগরবাসী
পূজার সময় পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তের অংশ: রিজভী
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল
কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা : জয়া আহসান
শাপলা প্রতীক না পেলে ভোট বর্জন করবে এনসিপি: সারজিস
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com