প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪০ পিএম (ভিজিট : ৩১)

আবুধাবিতে এশিয়া কাপে মাঠে জয়ের আনন্দে ভেসেছিল শ্রীলঙ্কা। কিন্তু ম্যাচ শেষে জীবনের সবচেয়ে বড় শোকের সংবাদ পান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে।
বাবাকে শেষ বিদায় জানাতে গতকাল রাতের বিমানেই শ্রীলঙ্কায় ফিরেন ভেল্লালাগে। এই সময় পরিবারের সঙ্গে থাকতে চেয়ে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেন তিনি। তার আবেদন মঞ্জুর করেছে শ্রীলঙ্কা ক্রিকেট ।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মহীশ থিকসানাকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয় ভেল্লালেগেকে। যদিও খুব ভালো পারফর্ম করতে পারেননি তিনি। প্রথম তিন ওভারে ১৭ রান দিলেও শেষ ওভারে সব ওলটপালট হয়ে যায়। ভেল্লালাগের করা ইনিংসের শেষ ওভারে আফগানিস্তানের মোহাম্মদ নবি ৩১ রান তুলে নেন, সব মিলিয়ে সেই ওভারে হয়েছে ৩২ রান।
সংবাদমাধ্যম লঙ্কাসারার তথ্যমতে, ওই সময় খেলা দেখছিলেন ৫৪ বছর বয়সী সুরঙ্গা ভেল্লালাগে। মানসিক চাপে ভোগার পর বুকে ব্যথা শুরু হলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তিনি আর বেঁচে ফেরেননি।
সাবেক ক্রিকেটার সুরঙ্গা ছেলেকে গড়ে তুলেছিলেন ক্রিকেটার হিসেবে। তিনি নিজেও একজন ক্রিকেটার ছিলেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। বাবার মৃত্যুতে দুনিথকে সমবেদনা জানিয়েছেন সাবেক অধিনায়ক লাসিথ মালিঙ্গা, বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।