রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ ৬ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০০ পিএম   (ভিজিট : ৪২)

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন-ভাতার পরিশোধের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০মিনিট থেকে ৬টা ৫০মিনিট পর্যন্ত উপজেলার মেহরাবাড়ী এলাকায় প্রায় ৩শতাধিকা শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন।

শ্রমিকরা অভিযোগ করেন, আগস্ট মাসের বেতন, ওভারটাইম ও নাইট বিল যথাসময়ে পরিশোধ না করায় তারা বারবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। তবে কোনো আশ্বাস না পাওয়ায় বাধ্য হয়ে মহাসড়ক অবরোধে নামেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশ, মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সড়িয়ে দেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

লাভেলো আইসক্রিম কারখানার অ্যাডমিন ম্যানেজার আবু তাহের বলেন, “আমাদের শুধু আগ্রস্ট মাসের বেতন বকেয়া আছে। আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছিলাম রবিবার বা সোমবারের মধ্যে পরিশোধ করা হবে। তারপরও শ্রমিকরা বিকাল ৪টার দিকে কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন।”

এ বিষয়ে ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম জানান, শ্রমিক আন্দোলনের বিষয়টি সমাধানের জন্য কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শানাকার ঝড়ো ইনিংসে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
জুলাই স্মৃতি জাদুঘরে ফুটে উঠবে শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্র
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল
সিলোনিয়া, মুহুরী ও ফেনী নদীর পানি বাড়তে পারে
আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা ধানের শীষের পতাকা উঁচিয়ে ধরবো : এ্যানি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আসন্ন নির্বাচনে হাসিনাসহ শেখ পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না
‘সাইয়ারা’ সাফল্যের পর প্রতিবাদী নারী চরিত্রে ফিরছেন অনীত পাড্ডা
রাজাকারের নাতিপুতি বলে শিক্ষার্থীদের ট্যাগ দেওয়া ছিল অমর্যাদাকর
রুবেল-রবিন দুই ভাইয়ের সিন্ডিকেট এখনো সক্রিয় এনসিটিবিতে
হানিয়ার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ হাতের মুঠোয়!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com