ফরিদপুরের সালথা প্রেসক্লাব এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সালথা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক মামুন সরকার।

শপথ গ্রহণ শেষে সাবেক সভাপতি মো. সেলিম মোল্লা প্রেসক্লাবের সকল কাগজপত্র নির্বাচিত সভাপতির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
সালথা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কুমার মিত্র পান্না বালা, ফরিদপুরের সিনিয়র সাংবাদিক এন কে বি নয়ন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হারুন আর রশীদ, সহ-সভাপতি এফ এম আজিজুর রহমান আজিজ, মিঞা মো. লিয়াকত হুসাইন, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, পাঠাগার সম্পাদক নিজাম তালুকদার, কার্যনির্বাহী সদস্য সেলিম মোল্লা, বুলবুল হোসাইন, জাকির হোসেন, শরিফুল হাসান প্রমূখ।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর দুই বছর মেয়াদী (২০২৫-২৬) ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় । এতে সাংবাদিক নুরুল ইসলাম নাহিদ সভাপতি ও সাংবাদিক সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।