
চলতি বছরেই বলিউডে অভিষেক হয়েছে অনীত পাড্ডার। অহন পাণ্ডের বিপরীতে ‘সাইয়ারা’ সিনেমায় সবার মন জয় করেছেন তিনি। প্রথম ছবিতে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার নাকি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ২২ বছর বয়সী এই অভিনেত্রী।
প্রধম সিনেমার পর ভক্তরা তাকে রোমান্টিক চরিত্রে দেখতে চেয়েছিলেন, সেখানে অনীত বেছে নিয়েছেন এক ভিন্ন ঘরানার সিনেমা। নতুন সিনেমাটি হতে যাচ্ছে আইন-আদালত কেন্দ্রিক।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির নাম ‘ন্যায়’। এখানে অনীত থাকবেন মরণের হাত থেকে বেঁচে ফেরা নারীর ভূমিকায়, যিনি একটি বড় আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থাকবেন। কাহিনি এগোবে সাহস ও সত্যকে ঘিরে, আদালতের ভেতরে।
অনীত পাড্ডা ছাড়াও এই সিনেমায় আরও থাকছেন ফাতিমা সানা শেখ, অর্জুন মাথুর, মোহাম্মদ জিশান আয়ুব, রঘুবীর যাদব ও রাজেশ শর্মা।
‘ন্যায়’ পরিচালনা করছেন নিত্যা মেহরা, যিনি ‘বার বার দেখো’ ও ‘মেড ইন হেভেন’-এর মতো কাজের জন্য পরিচিত। তাঁর সঙ্গে সহ-পরিচালনায় আছেন স্বামী করণ কাপাড়িয়া। অনীতের সঙ্গে তাঁরা আগে কাজ করেছেন ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ শোতে।
সিনেমার সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছে, ‘অনীত এখানে এক ভুক্তভোগীর চরিত্রে থাকবেন, যিনি সাহসের সঙ্গে এক প্রভাবশালী আধ্যাত্মিক নেতার বিরুদ্ধে দাঁড়াবেন। আদালতের কাহিনি নারীদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে শক্ত লড়াইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘অনীতের চরিত্র কাহিনির প্রাণ, যা আবেগঘন গভীরতা এনে দেবে। গল্পে উঠে আসবে ন্যায়বিচার, ক্ষমতার বৈষম্য ও সাহসের মতো গুরুত্বপূর্ণ বিষয়।’
এটি হবে অনীতের জন্য এক বড় পরিবর্তন। কারণ ‘সাইয়ারা’-তে তাকে দেখা গিয়েছিল এক তরুণ লেখিকার ভূমিকায়, যিনি প্রেমে পড়েছিলেন সংগীতশিল্পী কৃষ কাপুরের (আহান পান্ডে)। কিন্তু অ্যালঝেইমার রোগ ধরা পড়ায় থেমে যায় সেই প্রেম কাহিনি।
উল্লেখ্য, সম্প্রতি নেটফ্লিক্সে পুনঃমুক্তির পর ‘সাইয়ারা’ আবার আলোচনায় এসেছে। ভারতে ছবিটি ৩০০ কোটিরও বেশি আয় করেছিল। শক্তিশালী কাহিনি, আবেগ, সুরেলা সংগীত ও অনীত–আহানের রসায়ন দর্শকের হৃদয় জয় করেছে আবারও।
সূত্র: ইন্ডিয়া টুডে।