রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ ৬ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
কালিয়াকৈরে জমকালো আয়োজনে শুরু হল ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২০ পিএম   (ভিজিট : ৪৮)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে  বাংলাদেশ স্কাউটের  আয়োজনে  জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০২৫  অনুষ্ঠিত । এবারের আয়োজনের প্রতিপাদ্য— “প্রযুক্তি হোক সেবার সহায়ক।

শুক্রবার সকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটের  এডহক কমিটির আহ্বায়ক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহসানুল হক।
জাম্বুরী সাংগঠনিক কমিটির সভাপতি আসিফ-উল হক এর সভাপতিত্ত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটের  এডহক কমিটির সদস্য সচিব ও জাম্বুরী চীফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, রোভার অঞ্চলের সম্পাদক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল. গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল রানা এবং কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার আহাম্মেদ।

তিন দিনব্যাপী এ জাম্বুরীতে স্কাউটরা নানা আকর্ষণীয় কর্মসূচিতে অংশ নেবে, যার মধ্যে রয়েছে- টেক কার্নিভাল, ফিউচার মাইন্ডস ফর স্কাউটস, প্লে টাইম প্যারাডাইস, হাইটেক ভিলেজ এক্সপ্লোর, প্রজেক্ট নেক্সট জেন এবং ক্যাম্প ফায়ার।
জাম্বুরী ময়দান স্কাউটদের কলকাকলীতে ইতিমধ্যেই মুখরিত হয়ে উঠেছে মৌচাক। ১১ থেকে ১৬ বছর বয়সী স্কাউটরা আগামী তিন দিন তাঁবুতে অবস্থান করবে এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আইসিটি দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

জাম্বুরী মিডিয়া সেলের সদস্য সচিব মোঃ মশিউর রহমান জানান, সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় ৮০০ বিজ্ঞানমনস্ক স্কাউট, ১০০ স্কাউট লিডার এবং ২০০ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী রোভার স্কাউটসহ প্রায় ১২০০ জন অংশ নিচ্ছেন এবারের আয়োজনে।
আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ বছরের জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শানাকার ঝড়ো ইনিংসে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
জুলাই স্মৃতি জাদুঘরে ফুটে উঠবে শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্র
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল
সিলোনিয়া, মুহুরী ও ফেনী নদীর পানি বাড়তে পারে
আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা ধানের শীষের পতাকা উঁচিয়ে ধরবো : এ্যানি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আসন্ন নির্বাচনে হাসিনাসহ শেখ পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না
‘সাইয়ারা’ সাফল্যের পর প্রতিবাদী নারী চরিত্রে ফিরছেন অনীত পাড্ডা
রাজাকারের নাতিপুতি বলে শিক্ষার্থীদের ট্যাগ দেওয়া ছিল অমর্যাদাকর
রুবেল-রবিন দুই ভাইয়ের সিন্ডিকেট এখনো সক্রিয় এনসিটিবিতে
হানিয়ার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ হাতের মুঠোয়!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com