প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম (ভিজিট : ৩২)
কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় দেশে ফেরার অনিশ্চয়তায় আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল (৯ সেপ্টেম্বর) ঢাকায় ফেরার সম্ভাবনা থাকলেও সেটি আর সম্ভব হয়নি।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর খুলে দেওয়ার ঘোষণা থাকলেও পরে সেটি স্থগিত করে কর্তৃপক্ষ। ফলে হোটেলেই সময় কাটাতে হচ্ছে জামাল ভূঁইয়া, তপু বর্মণদের। বাইরে বের হওয়ার সুযোগ না থাকলেও হোটেলের ভেতর জিম সেশন করেছেন জাতীয় দলের খেলোয়াড়রা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ (১০ সেপ্টেম্বর) বেল ১১টা থেকে টিম হোটেলে জিম সেশন সম্পন্ন করেছে। নেপালের বর্তমান পরিস্থিতিতেও পুরো দল নিরাপদে রয়েছে। টিম বাংলাদেশ শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে ভালো আছে।’
নেপাল থেকে মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘আলহামদুলিল্লাহ। গতকাল থেকে আজকে আমাদের অবস্থা খুবই ভাল। গতকাল নেপালে যে অবস্থা ছিল আজ সেটা অনেকটাই শান্ত, কোনো ঝামেলা নেই। যেহেতু আর্মি এখন সবকিছু দেখতেছে, তাই অবস্থা ভাল। হোটেলের অবস্থাও খুব ভালো আছে। পরিবারের সাথে আমাদের নিয়মিত কথা হচ্ছে। পরিবার এখন চিন্তামুক্ত। আজ সকালের নাস্তার পর আমরা জিম সেশন করেছি। এরপর আমাদের সামনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। আমাদের সভাপতি তাবিথ আউয়াল ভাই ও উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছেন, কিভাবে বাংলাদেশে ফেরানো যায়। এই নিয়ে উনারা কাজ করছে।’
৩ সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচ স্থগিত হয়ে যায়। এদিকে দুর্নীতিবিরোধী সহিংস আন্দোলনে প্রাণহানির পর গতকালই পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। এরপরও দেশটিতে উত্তেজনা বিরাজ করছে।