মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৫ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
নেপালের চলমান অস্থিরতায়, একদিন আগেই দেশে ফিরছে বাংলাদেশ দল
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৬ পিএম   (ভিজিট : ৩৯)
বিক্ষোভে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারের পক্ষ থেকে বেশ কিছু সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়ায় নেপালজুড়ে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে। নেপালের অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সফরে। পরিকল্পনা অনুযায়ী বুধবার দেশে ফেরার কথা থাকলেও একদিন আগে আজই দলকে ফিরিয়ে আনা হচ্ছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, নেপাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নির্ধারিত সময়ের একদিন আগে আজ বিকেল ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে করে দেশে ফিরবে।

বাংলাদেশ দল গত ৩ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে পৌঁছেছিল। প্রথম ম্যাচে গত শনিবার স্বাগতিক নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে জামাল ভূঁইয়ার দল। আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দ্বিতীয় ম্যাচটি। কিন্তু চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশকে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার প্রস্তাব দেয় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ তাতে রাজি হয়নি বলে জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান, ‘গ্যালারিশূন্য স্টেডিয়ামেও ঝুঁকি থেকে যায়। কারণ যেখানে জনগণ পার্লামেন্টে প্রবেশ করেছে, সেখানে স্টেডিয়ামে প্রবেশ করবে না এমন নিশ্চয়তা নেই।’ 

আজকের ম্যাচ সামনে রেখে সোমবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ এবং নেপালের কোচ ও অধিনায়ক। যদিও এর আগে থেকেই কাঠমান্ডুর বিভিন্ন জায়গায় হাজার হাজার ছাত্র-জনতা রাজপথে জড়ো হওয়ার খবর প্রকাশ হতে থাকে বিভিন্ন গণমাধ্যমে। গতকাল বিকেল ৩টায় রঙ্গশালা স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। হোটেল থেকে বের হয়ে টিম বাসে উঠবেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা, ঠিক এমন সময়ে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন থেকে জানানো হয় অনুশীলন ভেন্যুতে না যেতে। এরপর বিকেলে টিম হোটেলে দলকে হালকা স্ট্রেচিং করান কোচ ক্যাবরেরা। সময় যত যেতে থাকে কাঠমান্ডুর পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে। তাতে অনিশ্চয়তায় থাকা বাংলাদেশ-নেপাল ম্যাচটি রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণা আসে।

অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের প্রস্তুতির জন্য নেপালকে বেছে নেয় বাংলাদেশ দল। শেষ পর্যন্ত দুটি ম্যাচের পরিবর্তে একটি খেলেই ফিরতে হলো লাল-সবুজের দলটিকে।  







আরও খবর


 সর্বশেষ সংবাদ

৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র জমা আহ্বান
প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল
কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা, বিস্ফোরণে কাঁপলো দোহা
এবার টাইগারদের চোখ থাকবে ট্রফির দিকে: লিটন
নেপালে জেন জি বিক্ষোভে সাবেক প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীকে পেটালো ক্ষুব্ধ জনতা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে দুই নারী মাদক কারবারী আটক
প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ছুটি কমাতে চায় সরকার
জীবনের ৮১ বসন্তে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত
জাপানের কাছে হেরে প্লে অফে পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ
ডাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ত প্রচারণা ও প্রতিশ্রুতির ফুলঝুড়ি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com