বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৬ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


শিক্ষা
ডাকসু নির্বাচনের পর প্রতিক্রিয়া: জীবন দিয়ে লড়ে যেতে হবে, একটু বিশ্রাম নিন: মেঘমল্লার বসু
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১০)
আমাদের জীবন দিয়ে লড়ে যেতে হবে। একটু বিশ্রাম নিয়ে নেন- ডাকসু নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়া এমনটাই জানালেন প্রতিরোধ পর্ষদ থেকে জিএস প্রার্থী হিসেবে অংশ নেওয়া মেঘমল্লার বসু। 

বুধবার দুপুরে এক ফেসবুক পোস্টে মেঘমল্লার বলেন, পোস্ট-আইডিয়োলজি বলে কিছু নেই। এগুলা হল গর্দানকে তলোয়ারের সাথে মিটিংয়ে বসানোর ধান্দা। এসব বুজলুকির খানা কালকে ব্যালট গোনার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। প্রতিক্রিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হবে প্রগতির শক্তি নিয়ে। এই প্রবল প্রতিক্রিয়ার তোড়ে ভেসে গেছে যত পাঁচমিশালী শক্তি। একমাত্র অশিবির ডাকসু ক্যান্ডিডেট হিসেবে জিতলেন হেমা চাকমা, যাবতীয় অপপ্রচারের পরও।

এই বাজারে আমি প্রায় ৫০০০ ভোট পাইলাম, অমি পিয়াল, পিনাকী, জিয়া হাসান, কুলদা রায়দের সম্মিলিত অনিঃশেষ আক্রমণের মুখেও।

ছাত্র ইউনিয়নের এই নেতা আরও বলেন, ‘অথচ যাদের পটেনশিয়াল বিজয়ী মনে করা হচ্ছিল সেই বাগছাস, নতুন স্বতন্ত্র জোট এমনকি ছাত্রদল স্ম্যাশড হইল। রিসোর্স, স্ট্র্যাটিজিস্ট সব কিছুর পরও। ভোট রিগিংটা কন্সিডার করেই বলছি। কাজেই এই আধা-খেচড়াগিরি ছাড়েন। আজ যদি বামপন্থীদের ১৮টা হলেই সংগঠন থাকতো তাহলে হয়তো পুরো পরিস্থিতিই অন্য হইতো।’

যত আঘাত সইতে পারবেন তত লোকের ভরসা হবেন- এমনটাই জানিয়ে মেঘ বলেন, ‘গিভ পিপল এ প্রপার অল্টারনেটিভ ভিশান। চ্যালেঞ্জ পিপল। আপনার বিশ্বাসে ফার্ম থাকেন।

শত্রুর সামনে চোয়ালবদ্ধ আর মানুষের সামনে বিনয়ী হয়ে লড়তে থাকেন। ত্রিশ বছর ধরে পিছাইসি। ১৫ দিনে কী আর পারবো। গুড স্টার্ট। মানুষকে উইন ওভার করা খুবই সম্ভব। অপমান, অত্যাচার আর নিগ্রহ বুক পেতে নেন। যত আঘাত সইতে পারবেন তত লোকের ভরসা হবেন। ভোরের আগেই রাত সবচেয়ে অন্ধকার দেখায়।’ 

জীবন দিয়ে লড়ে যেতে হবে জানিয়ে মেঘমল্লার বলেন, ‘৪৮ সালে কমিউনিস্ট দেখলে পূর্ব পাকিস্তানের মানুষ পুলিশে দিতো। বিশ বছর বাদে তাদের নেতৃত্বে মানুষ বাংলাদেশ বানাইসে। কোনো শর্টকাট নেই। আমাদের জীবন দিয়ে লড়ে যেতে হবে। একটু বিশ্রাম নিয়ে নেন।’ 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

“আমি কোটি টাকার মালিক নই, সব টাকা দুদক নিতে পারে”: সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক
ডাকসু নির্বাচনের পর প্রতিক্রিয়া: জীবন দিয়ে লড়ে যেতে হবে, একটু বিশ্রাম নিন: মেঘমল্লার বসু
চীন-ভারতের ওপর ১০০% শুল্ক আরোপ করতে ইইউ’কে ট্রাম্পের আহ্বান
বৃহস্পতিবার হংকং ম্যাচে লিটনদের পরামর্শ দিলেন বিসিবি সভাপতি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে দুই নারী মাদক কারবারী আটক
জাপানের কাছে হেরে প্লে অফে পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ
ক্যালেন্ডার অনুযায়ী বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার
চানখাঁরপুলে শিক্ষার্থী আনাস হত্যা: ট্রাইব্যুনালে জড়িতদের ফাঁসির দাবি মায়ের
ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় ৫ জয়
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com