বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৬ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


আন্তর্জাতিক
নেপালে জেন জি বিক্ষোভ: আন্দোলন ‘হাইজ্যাক’ হওয়ার অভিযোগ
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১১ পিএম   (ভিজিট : ৩৮)
কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি হয়েছে নেপাল। পরিস্থিতি মোকাবিলায় রাজধানী কাঠমান্ডুর রাস্তায় টহল শুরু করেছে সেনাবাহিনী।

সোশ্যাল মিডিয়া বন্ধ, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নেয়। এর জেরে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। এরপর বহু রাজনীতিবিদের বাসভবন ভাঙচুর করা হয়, সরকারি ভবনে আগুন দেওয়া হয়, এমনকি পার্লামেন্ট ভবনও জ্বালিয়ে দেওয়া হয়। সহিংসতায় গত সোমবার থেকে এখন পর্যন্ত অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।

তবে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া জেন জি তরুণরা সহিংসতা থেকে নিজেদের আলাদা করে রেখেছে। তাদের অভিযোগ, আন্দোলনটি ‘সুযোগসন্ধানীরা হাইজ্যাক’ করেছে।

অবনতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী জেন জি বিক্ষোভকারীদের শান্তি আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, তারা নতুন দাবির তালিকা তৈরি করছে।

দেশজুড়ে অস্থিরতা
নেপালজুড়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, সহিংসতা ও ভাঙচুরে জড়িতদের শাস্তি দেওয়া হবে। এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৩১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে সামরিক চেকপোস্ট বসানো হয়েছে, যেখানে যানবাহনের পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে। লাউডস্পিকারে ঘোষণা দেওয়া হচ্ছে, ‘অপ্রয়োজনীয় কাজে বাইরে বের হবেন না’।

আন্দোলনে সহিংসতা ও ভাঙচুরের মাত্রা দেখে বিস্মিত হয়েছেন অনেকে। পূর্ব নেপালের বাসিন্দা ৩৬ বছর বয়সী রাকেশ নিরৌলা বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, এমনটা হওয়া উচিত হয়নি।

ললিতপুরের উদ্যোক্তা প্রভাত পাউডেল বলেন, সুপ্রিম কোর্টসহ সরকারি ভবনে আগুন দেওয়ার ঘটনায় তিনি হতবাক হয়েছেন। এগুলো আমাদের জাতীয় সম্পদ, বলেন তিনি।

বিক্ষোভকারীদের আশঙ্কা, আন্দোলনে ‘অনুপ্রবেশকারীরা’ ঢুকে পড়েছে। সেনাবাহিনীও বিষয়টি স্বীকার করেছে। সামরিক মুখপাত্র রাজারাম বসনেত বলেন, আমরা মূলত নিয়ন্ত্রণ করছি সেই সব উপাদানকে, যারা পরিস্থিতির সুযোগ নিয়ে লুটপাট, অগ্নিসংযোগ ও নানা ঘটনা ঘটাচ্ছে।

বিক্ষোভকারীরা এক বিবৃতিতে বলেছেন, আমাদের আন্দোলন ছিল এবং এখনো রয়েছে অহিংস, শান্তিপূর্ণ নাগরিক অংশগ্রহণের ভিত্তিতে। তারা জানিয়েছেন, পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ, নাগরিকদের সুরক্ষা এবং জনসম্পদ রক্ষায় তারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

তারা আরও জানিয়েছে, বুধবার থেকে নতুন কোনো বিক্ষোভ কর্মসূচি নেই এবং প্রয়োজনে সেনা ও পুলিশকে কারফিউ কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

সামনে কী?
প্রধানমন্ত্রীর পদত্যাগে নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে। তবে কে দায়িত্ব নেবেন বা এরপর কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

মঙ্গলবার জেন জি বিক্ষোভকারীরা এক বিবৃতিতে বলেছেন, আমরা বিশ্বাস করি, নেপালের ভবিষ্যৎ নেতৃত্ব অবশ্যই দলীয় রাজনীতি থেকে মুক্ত, সম্পূর্ণ স্বাধীন এবং যোগ্যতা, সততা ও দক্ষতার ভিত্তিতে নির্বাচিত হতে হবে।

তারা আরও যোগ করেন, আমরা চাই একটি স্বচ্ছ ও স্থিতিশীল সরকার, যা জনগণের স্বার্থে কাজ করবে— দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা রাজনৈতিক অভিজাতদের স্বার্থে নয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

“আমি কোটি টাকার মালিক নই, সব টাকা দুদক নিতে পারে”: সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক
ডাকসু নির্বাচনের পর প্রতিক্রিয়া: জীবন দিয়ে লড়ে যেতে হবে, একটু বিশ্রাম নিন: মেঘমল্লার বসু
চীন-ভারতের ওপর ১০০% শুল্ক আরোপ করতে ইইউ’কে ট্রাম্পের আহ্বান
বৃহস্পতিবার হংকং ম্যাচে লিটনদের পরামর্শ দিলেন বিসিবি সভাপতি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে দুই নারী মাদক কারবারী আটক
জাপানের কাছে হেরে প্লে অফে পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ
ক্যালেন্ডার অনুযায়ী বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার
চানখাঁরপুলে শিক্ষার্থী আনাস হত্যা: ট্রাইব্যুনালে জড়িতদের ফাঁসির দাবি মায়ের
ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় ৫ জয়
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com