বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৬ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
“আমি কোটি টাকার মালিক নই, সব টাকা দুদক নিতে পারে”: সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০১ পিএম   (ভিজিট : ১৪)
ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে দুদকের মামলা শুনানির পর বুধবার (১০ সেপ্টেম্বর) সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

শুনানির সময় ৮১ বছর বয়সী খায়রুল হক বলেছেন, “আমি কোটি টাকার মালিক নই, আমার সব টাকা দুদক নিয়ে যেতে পারে। সবাই যেভাবে প্লটের জন্য আবেদন করে, আমিও সেভাবেই করেছি। ২২-২৩ বছর আগের কথা, কারওই মনে থাকার কথা না। সে সময় আমি লিখেছিলাম, আমার টাকা নেই। অবসরে যাওয়ার পর টাকা দেব। টাকা না থাকা তো কোনো অপরাধ না। আমার এত টাকা ছিল না। সেই কারণে রাজউককে জানিয়েছিলাম, অবসরের পর টাকাটা দেব। অবসরের পর যে টাকা বাকি ছিল, সব টাকা আমি পরিশোধ করেছি। এরপর আমাকে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে। বিচারক হিসেবে আমার কাছে টাকা না থাকা কোনো অপরাধ না।’

তিনি অসুস্থতা, হার্ট অ্যাটাক এবং ডজনখানেক রোগের কথা উল্লেখ করে আদালতের কাছে যথাযথ বিবেচনার আবেদন করেন। তবে আদালত তার জামিনের আবেদন নাকচ করে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, খায়রুল হক দেশের প্রধান বিচারপতির দায়িত্বে থাকা অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে রাজউকের ১০ কাঠার প্লট বরাদ্দ নিয়েছেন এবং সুদ পরিশোধ না করে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন। মামলা অনুসারে, এতে সরকারের অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুনানির সময় খায়রুল হক জানান, তিনি অবসরের পর সব বকেয়া টাকা পরিশোধ করেছেন এবং কখনও সুবিধাভোগী হননি। এছাড়াও, তিনি রানা প্লাজা ধসের পর গঠিত আন্তর্জাতিক কমিশনে কাজ করার সময় বেতন নেননি।

মামলার বাদী ছিলেন দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। মামলায় খায়রুল হকসহ রাজউকের সাবেক চেয়ারম্যান, সদস্য ও অন্যান্য কর্মকর্তারা আসামি। গ্রেপ্তারের পর তাকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

“আমি কোটি টাকার মালিক নই, সব টাকা দুদক নিতে পারে”: সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক
ডাকসু নির্বাচনের পর প্রতিক্রিয়া: জীবন দিয়ে লড়ে যেতে হবে, একটু বিশ্রাম নিন: মেঘমল্লার বসু
চীন-ভারতের ওপর ১০০% শুল্ক আরোপ করতে ইইউ’কে ট্রাম্পের আহ্বান
বৃহস্পতিবার হংকং ম্যাচে লিটনদের পরামর্শ দিলেন বিসিবি সভাপতি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে দুই নারী মাদক কারবারী আটক
জাপানের কাছে হেরে প্লে অফে পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ
ক্যালেন্ডার অনুযায়ী বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার
চানখাঁরপুলে শিক্ষার্থী আনাস হত্যা: ট্রাইব্যুনালে জড়িতদের ফাঁসির দাবি মায়ের
ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় ৫ জয়
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com