প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২২ পিএম (ভিজিট : ৯২)
নেপাল সফর শেষ হলেও এখনও দেশে ফেরা সম্ভব হয়নি জামাল ভূঁইয়াদের। কাঠমান্ডুর বৈরী পরিস্থিতির কারণে হোটেলেই আটকা আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। নিরাপত্তা শঙ্কার জেরে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে স্থগিত হয়েছে বাংলাদেশ দলের ফেরার যাত্রা। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।
বাংলাদেশ দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে ব্যবস্থাপনা কমিটি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ঢাকায় বসে বাফুফে নেপাল ফেডারেশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ইতিমধ্যে নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে হাইকমিশন।
নেপালে চলমান আন্দোলন পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে। দুর্নীতি, অর্থপাচার, অনিয়ম এবং সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে জেন–জি প্রজন্মের তরুণেরা সোমবার থেকে আন্দোলন শুরু করে। সেদিন তারা নেপাল পার্লামেন্ট ভবনে প্রবেশ করলে ব্যাপক সংঘর্ষ বাধে। পুলিশের গুলিতে প্রাণ হারান ১৯ জন, আহত হন শতাধিক।
এই পরিস্থিতি সামলাতে সোমবার রাতে পদত্যাগ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সকালে কৃষিমন্ত্রীও পদ ছাড়েন। তবে বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছেন, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিসহ পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।